লিগের শেষ ম্যাচের শেষ বলের আগে পর্যন্তও নিশ্চিত ছিল না সেমিফাইনালে ছবিটা। এমনই নাটকীয়ভাবে শেষ হয় চলতি মহিলা বিশ্বকাপের লিগ পর্বের খেলা। দক্ষিণ আফ্রিকার কাছে লিগের একেবারে শেষ ম্যাচের শেষ বলে ভারত হেরে যাওয়ার পরে নির্ধারিত হয়ে যায় সেমিফাইনালে সূচি।
লিগ টেবিলের প্রথম চার:-
১. ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকে অস্ট্রেলিয়া।
২. ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দু'নম্বরে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা।
৩. ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
৪. ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
সেমিফাইনালে লিগ টেবিলের এক নম্বর দল মুখোমুখি হবে চার নম্বর দলের। দ্বিতীয় স্থানে থাকা দল দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে তিন নম্বর দলের বিরুদ্ধে। সেই মতো অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা শেষ চারের লড়াইয়ে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়াকে যেরকম অপ্রতিরোধ্য দেখাচ্ছে টুর্নামেন্টে, তাতে ওয়েস্ট ইন্ডিজ শেষ চারের লড়াইয়ে বাঘিনীদের মুখে পড়ল বলা যায়।
মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি:-
প্রথম সেমিফাইনাল: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩০ মার্চ, ওয়েলিংটন)
দ্বিতীয় সেমিফাইনাল: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (৩১ মার্চ, ক্রাইস্টচার্চ)
ফাইনাল: (৩ এপ্রিল, ক্রাইস্টচার্চ)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।