বেশ কিছুদিন ধরে পরিচিত ছন্দের ধারেকাছে ছিলেন না হরমনপ্রীত কউর। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরের একমাত্র টি-২০ ম্যাচে ১২ রান করেন তিনি। পরে হোয়াইট ফার্নসদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ১০, ১০ ও ১৩ রান। ভারতের সিনিয়র তারকার খারাপ ফর্মে বিরক্ত হয়ে ডায়না এডুলজির মতো প্রাক্তন ক্যাপ্টেন সরাসরি হরমনপ্রীতকে বাদ দেওয়ার দাবি জানান।
সিরিজের চতুর্থ ম্যাচে দলের বাইরে থাকার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ ওয়ান ডে ম্যাচে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন হরমনপ্রীত। একবার ছন্দ খুঁজে পেতেই আর পিছনে ফিরে তাকাতে রাজি নন মিতালির ডেপুটি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১০৪ রান করে দলকে জেতান হরমনপ্রীত। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাত্র ৫ রান করে আউট হন বটে, তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১০৯ রান করে আউট হন হরমনপ্রীত।
মূলত স্মৃতি মন্ধনা (১২৩) ও হরমনপ্রীতের জোড়া শতরানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে ভারত। মন্ধনা ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেও তিনি সেই খেতাব ভাগ করে নেন হরমনপ্রীতের সঙ্গে।
দলের ভাইস ক্যাপ্টেনের এমন খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে স্মৃতি মন্ধনা জানালেন, হরমনপ্রীত বরাবরই এরকম। যখনই দেওয়ালে পিঠ ঠেকে যায়, পালটা লড়াই শুরু করেন বরাবর। সাংবাদিক সম্মেলনে মন্ধনা বলেন, ‘আমি বরাবর অনুভব করেছি, দেওয়ালে পিঠ ঠেকলে ওর (হরমনপ্রীতের) কাছ থেকে সেরাটা বেরিয়ে আসে। এমনটাই দেখে আসছি। সাফল্য না এলেও ও প্রচেষ্টা চালিয়ে যায়। তাছাড়া বিশ্বকাপের মঞ্চে ও বরাবর ভালো খেলে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।