বিশ্বকাপে হেরেই চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হেরে বসেন হেথার নাইটরা। এবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ওভারের থ্রিলারে ৩ উইকেট হার মানে ইংল্যান্ড। সেদিক থেকে তারা চলতি বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করল বলা যায়।
বে ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৫ রান তোলে। হাফ-সঞ্চুরি করেন ট্যামি বিউমন্ট ও অ্যামি জোনস। একাই ৫ উইকেট দখল করেন মারিজান কাপ। বিউমন্ট ৬২ ও জোনস ৫৩ রান করে আউট হন। এছাড়া সোফিয়া ডাঙ্কলি ২৬, ক্যাথেরিন ব্রান্ট ১৭, ন্যাট সিভার ১৬ ও সোফি একলেস্টোন অপরাজিত ১৫ রান করেন।
রান পাননি ড্যানি ওয়াট (৩), হেথার নাইট (৯), কেট ক্রস (৬) চার্লি ডিনরা (৬)। মারিজান ৪৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। চলতি মহিলা বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। সুতরাং, এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে এটাই সেরা বোলিং পারফর্ম্যান্স।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৩৬ রান তুলে নেয়। অনবদ্য অর্ধশতরান করেন লরা উলভার্ট। তিনি ৭৭ রান করে আউট হন। এছাড়া সুন লাস ৩৬, মারিজান কাপ ৩২ ও তাজমিন বার্টস ২৩ রানের যোগদান রাখেন। ইংল্যান্ডের হয়ে ৩৪ রানে ২টি উইকেট নেন অ্যানা শ্রুবসোল। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেওয়া মারিজান ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭টি ম্যাচে মাঠে নেমে এই নিয়ে দ্বিতীয় জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০০ সালে নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপেই ইংল্যান্ডকে প্রথমবার হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।