বাংলা নিউজ > ময়দান > Women's World Cup: বিশ্বকাপে কিংবদন্তি হকলির জোড়া বিশ্বরেকর্ড ছুঁলেন মিতালি রাজ

Women's World Cup: বিশ্বকাপে কিংবদন্তি হকলির জোড়া বিশ্বরেকর্ড ছুঁলেন মিতালি রাজ

মিতালি রাজ। ছবি- এএনআই (ANI)

মিতালি টপকে গেলেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে।

মিতালি রাজ ও রেকর্ড কার্যত সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। কেরিয়ারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে মিতালি প্রায় প্রতি ম্যাচেই কোনও না কোনও রেকর্ড গড়ে চলেছেন। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের হাই-প্রোফাইল ম্যাচে হাফ-সেঞ্চুরি করে আরও একটা ব্যক্তিগত নজির গড়লেন ভারতের ক্যাপ্টেন। বরং বলা ভালো যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাফ-সেঞ্চুরির সুবাদে দুর্দান্ত একজোড়া বিশ্বরেকর্ড ছুঁলেন মিতালি।

প্রথমত, মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি করার রেকর্ড ছুঁলেন মিতালি। এই নিরিখে তিনি বসে পড়েন নিউজিল্যান্ডের ডেবি হকলির পাশে। সেঞ্চুরি বাদ দিয়ে মিতালি বিশ্বকাপের মঞ্চে ৫০ রানের গণ্ডি টপকালেন এই নিয়ে ১০ বার। হকলিও শতরান বাদ দিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন মোট ১০ বার।

মেয়েদের বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখুন।

অন্যদিকে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি মিলিয়ে যুগ্মভাবে বিশ্বকাপে সব থেকে বেশি বার ৫০ রানের গণ্ডি টপকানো ব্যাটারে পরিণত হলেন মিতালি। এই তালিকাতেও তিনি ধরে ফেলেন হকলিকে। বিশ্বকাপের মঞ্চে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন হকলি। মিতালিও মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি করলেন।

বিশ্বকাপে সব থেকে বেশি বার ৫০ রানের গণ্ডি টপকানোর ক্ষেত্রে মিতালি টপকে গেলেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে। প্রাক্তন ব্রিটিশ তারকা ১১ বার (৪টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি) এমন কৃতিত্ব অর্জন করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে মিতালি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ৬৮ রানের কার্যকরী ইনিংস খেলেন।

এই ম্যাচে মিতালি ছাড়াও ব্যক্তিগত নজির গড়েছেন ঝুলন গোস্বামী। মিতালির পরে ভারত তথা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ান ডে খেলার কৃতিত্ব অর্জন করেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.