বাংলা নিউজ > ময়দান > Women's WC: পাকিস্তানের কাছে হারায় ভারতের ধরাছোঁয়ার বাইরে যেতে পারবে না উইন্ডিজ, রান-রেটে টেক্কা দিতে পারেন মিতালিরা

Women's WC: পাকিস্তানের কাছে হারায় ভারতের ধরাছোঁয়ার বাইরে যেতে পারবে না উইন্ডিজ, রান-রেটে টেক্কা দিতে পারেন মিতালিরা

ওয়েস্ট ইন্ডিজ হারায় সুবিধা হল ভারতের। ছবি- বিসিসিআই।

ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালে বাকি ২টি ম্যাচেই জয় ছাড়া উপায় থাকবে না ভারতের সামনে।

বিশ্বকাপের ২০টি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। বাকি রয়েছে লিগের ৮টি ম্যাচ। একমাত্র অস্ট্রেলিয়া ইতিমধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। সেমিফাইনালের দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা। লড়াইয়ে রয়েছে ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। খাতায়-কলমে লড়াইয়ে টিকে থাকলেও আয়োজক নিউজিল্যান্ডের শেষ চারে জায়গা করে নেওয়া কঠিন। অবশ্য সরকারিভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ এবং পাকিস্তানও।

তবে হ্যামিল্টনে পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে বসায় সব থেকে সুবিধা হল ভারতের। কেননা পরিস্থিতি অনুযায়ী ভারতের সেমিফাইনালের পথে কাঁটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ওয়েস্ট ইন্ডিজেরই।

প্রথমত, ওয়েস্ট ইন্ডিজ ৬ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি রয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলে তাদের পয়েন্ট হবে ৮। হেরে গেলে ৬ পয়েন্টেই আটকে থাকবে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয়ত, ভারতের সংগ্রহে রয়েছে ৫ ম্যাচে ৪ পয়েন্ট। ভারতের ম্যাচ বাকি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ভারত ২টি ম্যাচই জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮। ১টি ম্যাচ জিতলে ও ১টি হারলে মিতালিরা দাঁড়িয়ে যাবে ৬ পয়েন্টে।

তৃতীয়ত, ইংল্যান্ড ৫ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ২টি ম্যাচই জিতলে মোট ৮ পয়েন্ট সংগ্রহ করবে, যেটা প্রত্যাশিত। তবে অঘটনের শিকার হয়ে অন্তত ১টি ম্যাচ হারলে ব্রিটিশদের খাতায় থাকবে ৬ পয়েন্ট।

চতুর্থত, দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধে। তারা ১টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে। তবে যদি ৩টি ম্যাচই হারে তবে ৮ পয়েন্টেই দাঁড়িয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা।

পঞ্চমত, নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ম্যাচ বাকি পাকিস্তানের সঙ্গে। নিউজিল্যান্ড শেষ ম্যাচে জিতলে ৬ পয়েন্ট সংগ্রহ করবে।

ইংল্যান্ড ও ভারতের নেট রান-রেট তুল্যমূল্য। ওয়েস্ট ইন্ডিজের থেকে ভারতের নেট রান-রেট অনেক ভালো। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় সরাসরি ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তাদের সামনে। কোনওভাবেই ভারতের ধরাছোঁয়ার বাইরে যেতে পারবে না ক্যারিবিয়ান দল। তাই যদি ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সংখ্যা সমান হয়, তবে বাকি দু'ম্যাচে ভরাডুবির মুখে না পড়লে নেট রান-রেটে এগিয়ে থেকে মিতালিরাই সেমিফাইনালে চলে যাবেন।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দু'দলই দক্ষিণ আফ্রিকার কাছে হারলে এবং মিতালিরা বাংলাদেশকে ও নিউজিল্যান্ড শেষ ম্যাচে পাকিস্তানকে হারালে তিন দলের পয়েন্ট দাঁড়াবে ৬। তখন চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য নেট রান-রেট বিচার্য হবে। সেক্ষেত্রেও ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের থেকে এগিয়ে থাকবে ভারত। তবে দক্ষিণ আফ্রিকাকে যদি ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দেয়, তবে ভারতের সামনে বাকি দু'ম্যাচে জয় ছাড়া উপায় থাকবে না (যদি না ইংল্যান্ড কোনও ম্যাচ হারে)।

সব মিলিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইংল্যান্ডের সহজ ২টি ম্যাচ বাকি। তাই তারাও অনায়াসে ৮ পয়েন্টে পৌঁছে যেতে পারে। মূল লড়াইটা এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের। এমনও সম্ভাবনাও রয়েছে যে, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, এই চার দলই ৮ পয়েন্টে দাঁড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রেও নেট রান-রেটেই নির্ধারিত হবে তিনটি সেমিফাইনালিস্ট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শেষ ২ ওভারে DC হাফসেঞ্চুরি করল,পন্ত-স্টাবস ঝড়ে স্কোর পৌঁছে গেল ২২৪-এ, হল রেকর্ড বিড়ি বাঁধছে কন্যাশ্রীরা, লক্ষ্য স্বপ্নপূরণ, ভোটমুখী মুর্শিদাবাদে এ কোন ছবি! ‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’ চায়না মোবাইলকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপরেটর রিলায়েন্স জিও 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, ‘কেউ…’ রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান তাপপ্রবাহে সাধারণ কামরার যাত্রীরা এসি কোচ দখল করছেন, কড়া পদক্ষেপ করল রেল 'ভোট ফর নির্ভয়া দি', শ্রীরূপার জায়গায় এ কার নামে প্রচার BJP-র? জানালেন প্রার্থীই

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.