চলতি আইসিসি মহিলা বিশ্বকাপের ৬ ম্যাচের ৩টিতে জিতেছে ভারত। মিতালিরা হেরেছেন ৩টি ম্যাচে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে হারলেও ভারতের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে মিতালিদের শেষ চারে যাওয়া নির্ভর করবে মূলত ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের উপর।
অস্ট্রেলিয়া (১২) ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে। লড়াই চলছে বাকি তিনটি জায়গার জন্য। দক্ষিণ আফ্রিকা (৮), ভারত (৬), ইংল্যান্ড (৪) ও ওয়েস্ট ইন্ডিজ (৬) রয়েছে দৌড়ে। যদিও খাতায়-কলমে লড়াইয়ে টিকে রয়েছে নিউজিল্যান্ড (৪), বাংলাদেশ (২) এবং পাকিস্তানও (২)। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ উভয়েরই পয়েন্ট সংখ্যা সমান। দু'দলেরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১টি করে ম্যাচ বাকি। যদি ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, ভারত তাহলে শেষ ম্যাচে হেরেও সেমিফাইনালে যেতে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজ জিতলে ভারতকে শেষ ম্যাচে জিততেই হবে (যদি না ইংল্যান্ড তাদের বাকি দু'ম্যাচের মধ্যে বাংলাদেশ অথবা পাকিস্তান, কোনও এক দলের কাছে হেরে বসে)।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দু'দলই ৬ পয়েন্টে দাঁড়িয়ে থাকলে এই মুহূর্তে ভারতের (+০.৭৬৮) সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের (-০৮৮৫) নেট রান-রেটের ফারাক এতটাই যে, ক্যারিবিয়ানদের টপকে মিতালিদের সেমিফাইনালে যেতে অসুবিধা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে নিউজিল্যান্ড শেষ ম্যাচে জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নেট রান-রেটের লড়াইয়ে যোগ দেবে তারাও। আশার কথা এই যে, নিউজিল্যান্ডের (-০.২২৯) থেকেও ভারতের নেট রান-রেট অনেকটাই ভালো।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ যদি নিজেদের শেষ ম্যাচে হারে, তবে চার সেমিফাইনালিস্টের সম্ভাব্য ছবিটা এরকম দাঁড়াতে পারে:-
১. অস্ট্রেলিয়া শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকতে পারে।
২. ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পকেটে পুরতে পারে।
৩. বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে।
৪. ভারত ৬ পয়েন্ট নিয়ে নেট রান-রেটের নিরিখে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে (যদি শেষ ম্যাচে পাকিস্তানকে হারায়) টপকে শেষ চারে জায়গা করে নিতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।