প্রত্যাশিতভাবেই নিজেদের শেষ লিগ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চলতি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড। বাংলাদেশ তাদের প্রথম বিশ্বকাপ অভিযান শেষ করে হার দিয়ে। যদিও লিগ টেবিলে পাকিস্তানের উপরে সাত নম্বরে থেকেই ৮ দলের বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ।
ওয়েলিংটনে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩৪ রান তোলে। সোফিয়া ডাঙ্কলি দলের হয়ে সব থেকে বেশি ৬৭ রান করেন। এছাড়া ট্যামি বিউমন্ট ৩৩, ড্যানি ওয়াট ৬, হেথার নাইট ৬, ন্যাট সিভার ৪০, অ্যামি জোনস ৩১, ক্যাথেরিন ব্রান্ট অপরাজিত ২৪ ও সোফি একলেস্টোন অপরাজিত ১৭ রান করেন।
সালমা খাতুন ৪৬ রানে ২টি উইকেট নেন। ঋতু মনি ৩৬ রানে ১টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট পকেটে পোরেন জাহানারা আলম, ফহিমা খাতুন ও লতা মণ্ডল।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৮ ওভারে ১৩৪ রানে অল-আউট হয়ে যায়। শামিমা সুলতানা ২৩, শর্মিন আখতার ২৩, ফরজানা হক ১১, নিগার সুলতানা ২২, রুমনা আহমেদ ৬, লতা মণ্ডল ৩০, সালমা খাতুন ২, ঋতু মনি ১১ ও জাহানারা আলম অপরাজিত ৩ রান করেন।
সোফি একলেস্টোন ১০ ওভারে ৪টি মেডেন-সহ মাত্র ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন চার্লি ডিন। ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন ফ্রেয়া ডেভিস। ১৪ রানে ১ উইকেট নিয়েছেন হেথার নাইট।
ইংল্যান্ড ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে। ফলে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেমিফাইনালের টিকিট পকেটে পোরে। ম্যাচের সেরা হন সোফিয়া ডাঙ্কলি। ইংল্যান্ড জেতায় সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতের সামনে দক্ষিণ আফ্রিকাকে হারানো ছাড়া আর উপায় রইল না।