বাংলা নিউজ > ময়দান > Women's World Cup: সেঞ্চুরি হাতছাড়া সোফির, দলগত লড়াইয়ে নিউজিল্যান্ডকে চমকে দিল দক্ষিণ আফ্রিকা

Women's World Cup: সেঞ্চুরি হাতছাড়া সোফির, দলগত লড়াইয়ে নিউজিল্যান্ডকে চমকে দিল দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা। ছবি- আইসিসি।

ব্যর্থ হয় নির্ভরযোগ্য অ্যামেলিয়ার ব্যাটে-বলে দুর্দান্ত লড়াই।

মেয়েদের বিশ্বকাপে ফের দলগত লড়াইয়ের আদর্শ নমুনা পেশ করল দক্ষিণ আফ্রিকা। সোফি ডিভাইন ও অ্যামেলিয়া কেরের লড়াই ব্যর্থ করে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা পরাজিত করে আয়োজিক নিউজিল্যান্ডকে।

হ্যামিল্টনে শেষ ওভারের থ্রিলারে হোয়াইট ফার্নসদের ৩ বল বাকি থাকতে ২ উইকেটে পরাজিত করেন সুন লাসরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা ৪৭.৫ ওভারে ২২৮ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২২৯ রান তুলে নেয়।

নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে দুরন্ত লড়াই উপহার দেন ক্যাপ্টেন ডিভাইন। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি। সোফি ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০১ বলে ৯৩ রান করে আউট হন। এছাড়া অ্যামেলিয়া কের ৪২, ম্যাডি গ্রিন ৩০ ও ব্রুক হালিডে ২৪ রান করেন। শাবনিম ইসমাইল ও আয়াবঙ্গা খাকা ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নিয়েছেন মারিজান কাপ।

দক্ষিণ আফ্রিকার হয়ে লরা উলভার্ট ৬৭, সুন লাস ৫১, মারিজান অপরাজিত ৩৪, তাজমিন বার্টস ১৮ ও লিজেল লি ১৭ রান করেন। অ্যামেলিয়া ৩টি ও ফ্রান্সেস ম্যাকায় ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন মারিজান।

বন্ধ করুন