বাংলা নিউজ > ময়দান > World Athletics Championships: খেলা চলাকালীন কুঁচকিতে টান, তারপরেও রুপো জিতলেন নীরজ

World Athletics Championships: খেলা চলাকালীন কুঁচকিতে টান, তারপরেও রুপো জিতলেন নীরজ

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জয়ের পরে নীরজ চোপড়া (ছবি-এপি) (AP)

নীরজ চোপড়ার ঐতিহাসিক ৮৮.১৩ মিটারের থ্রোতে ভারত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো রুপো জিতেছে। ভারতের নীরজ চোপড়া জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের একমাত্র অ্যাথলিট যিনি ভারতের হয়ে দ্বিতীয় পদক জিতলেন।

১৯৯৮ সালে মহিলাদের লং জাম্পে অঞ্জু ববি জর্জের ব্রোঞ্জ পদক জয়ের ২৪ বছর পরে নীরজ চোপড়ার হাতে ধরে আবার বিশ্ব অ্যাথলেটিক্সে পদক জিতল ভারত। ভারতের ২৪ বছরের দীর্ঘ পদক জয়ের অপেক্ষার অবসান ঘটালেন নীরজ চোপড়া। নীরজ চোপড়ার থ্রোতে আবার সাফল্যের ফুল ফুটেছে। নীরজ চোপড়ার ঐতিহাসিক ৮৮.১৩ মিটারের থ্রোতে ভারত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো রুপো জিতেছে। ভারতের নীরজ চোপড়া জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের একমাত্র অ্যাথলিট যিনি ভারতের হয়ে দ্বিতীয় পদক জিতলেন।

আরও পড়ুন… World Athletics Championships: নীরজের ৮৮.১৩ মিটারের থ্রো, প্রথমবার রুপো জিতল ভারত

পদক জয়ের পরে নীরজ চোপড়া বলেন, ‘মেডেল জিতে ভালো লাগছে। প্রথম থেকেই ভেবেছিলাম যে আজ ভালো করব। তবে হাওয়ার কন্ডিশনটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। ভালো করে হোম ওয়ার্ক না করার জন্য প্রথম এক, দুটো থ্রোতে ভালো করতে পারিনি। চতুর্থ থ্রোয়ের পরে ভালো লাগল, তবে তারপরেই কুচকি টান লাগতে শুরু করেছিল। তবে চেষ্টা করছিলাম, যেন ষষ্ঠ রাউন্ডে ভালো কিছু করার। কিন্তু করতে পারিনি, কারণ চোটের কথা ভাবছিলাম। তবু রুপো জেতায় আমি খুবই খুশি। তবে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। কারণ পরের বছর ফের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে।’

আরও পড়ুন… World Athletics Championships: নীরজের ৮৮.১৩ মিটারের থ্রো, প্রথমবার রুপো জিতল ভারত

নীরজ চোপড়া চান ভবিষ্যতের প্রজন্ম যেন অ্যাথলেটিক্সের দিকে আসে। তিনি বলেন,‘অলিম্পিক্স, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মতো মঞ্চে এমন ভাবে ফল করলে ভবিষ্যতে আমাদের দেশের অ্যাথলেটিক্সের মান আরও বাড়বে। এরফলে আমাদের দেশের নতুন প্রজ আরও অ্যথলেটিক্সের দিকে আসবে।’

বন্ধ করুন
Live Score