ষষ্ঠ চেষ্টায় ৬.৩৭ মিটার লাফালেন শৈলি। রুপো পেলেন তিনি।
শেষ চেষ্টা শৈলির। শুরু দৌড়। পদক নিশ্চিত তাঁর। ন্যূনতম রুপো পাচ্ছেন।
আপাতত রুপো জয়ের স্থানে আছেন শৈলি। সোনা জিততে আর একটা সুযোগ আছে শৈলির হাতে।
পঞ্চম রাউন্ডের শেষে প্রথম স্থানে আছেন জুনিয়র ইউরোপিয়ান চ্যাম্পিয়ন মাজা (৬.৬ মিটার)। দ্বিতীয় স্থানে আছেন শৈলি (৬.৫৯ মিটার)। তৃতীয় স্থানে আছেন মারিয়া (৬.৫০ মিটার)।
বাতিল হল শৈলির পঞ্চম চেষ্টা। মাজারও চেষ্টা বাতিল হয়েছে।
চতুর্থ রাউন্ডের শেষে প্রথম স্থানে আছেন জুনিয়র ইউরোপিয়ান চ্যাম্পিয়ন মাজা (৬.৬ মিটার)। দ্বিতীয় স্থানে আছেন শৈলি (৬.৫৯ মিটার)। তৃতীয় স্থানে আছেন মারিয়া (৬.৫০ মিটার)।
বাতিল হল শৈলির চতুর্থ চেষ্টা।
০.০১ মিটারের (এক সেন্টিমিটার) জন্য দ্বিতীয় স্থানে নেমে গেলেন শৈলি। প্রথম স্থানে উঠে এলেন সুইডেনের মাজা অ্যাসক্যাফ। চতুর্থ চেষ্টায় ৬.৬০ মিটার লাফিয়েছেন।
অর্ধেক রাস্তা পার করল ফাইনাল। প্রথম স্থানে আছেন শৈলি (৬.৫৯ মিটার)। দ্বিতীয় স্থানে আছেন মারিয়া (৬.৫০ মিটার)। তৃতীয় স্থানে আছেন স্পেনের টেসি (৬.৩১ মিটার)।
শীর্ষে শৈলি। (ছবি সৌজন্য টুইটার)
শৈলির জন্য সুখবর। দ্বিতীয় স্থানে থাকা মারিয়ার তৃতীয় চেষ্টা বাতিল হয়ে গিয়েছে।
দুর্ধর্ষ শৈলি। নিজের সেরা পারফরম্যান্স অনেকটা ছাপিয়ে গেলেন। ৬.৫৯ মিটার লাফিয়ে শীর্ষে চলে গেলেন।
শৈলি। (ছবি সৌজন্য টুইটার)
সোনা জয়ের জন্য নিজের ব্যক্তিগত সেরা ছাপিয়ে যেতে হবে শৈলিকে। তাঁর ব্যক্তিগত সেরা ৬.৪৮ মিটার।
দ্বিতীয় রাউন্ডের শেষে চতুর্থ স্থানে নেমে গেলেন অঞ্জু ববি জর্জের স্বামী রবার্ট ববি জর্জের ছাত্রী। শীর্ষে উঠে এলেন ইউক্রেনের মারিয়া হরিলোভা। তিনি লাফিয়েছেন ৬.৫ মিটার। দ্বিতীয় স্থানে আছেন ইবোসেলে। তিনি ৬.২৮ মিটার লাফিয়েছেন। ৬.৩৮ মিটার লাফিয়েছেন তৃতীয় স্থানে থাকা লিসান্দ্রা। শৈলির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিলেন ব্রাজিলের লং জাম্পার।
দ্বিতীয় চেষ্টায় ৬.৩৪ মিটার লাফালেন শৈলি। শৈলি সিং।
প্রথম রাউন্ডের শেষে তৃতীয় স্থানে আছেন শৈলি। আপাতত শীর্ষে আছেন স্পেনের টেরি ইবোসেলে। ৬.৪৬ মিটার লাফিয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের লিসান্দ্রা মাইসা ক্যাম্পোস। শৈলির থেকে সামান্য বেশি লাফিয়েছেন ৬.৩৫ মিটার।
প্রথম চেষ্টায় ৬.৩৪ মিটার লাফালেন শৈলি।
যোগ্যতা-অর্জন পর্বে শীর্ষে শেষ করেন তিনি। ৬.৪ মিটার লাফিয়েছিলেন। তাঁর কোচ হলেন অঞ্জু ববি জর্জের স্বামী রবার্ট ববি জর্জ।
That is #ShailiSingh for you landing at 6.40m distance from the board & earning auto Q for Sunday's final of #WorldAthleticsU20