‘দাবা শেষ হয়ে গেল’- ডি গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে এমনই মন্তব্য করলেন গ্র্যান্ডমাস্টার তথা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্র্যামনিক। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বলেন, ‘কিছু বলার নেই। হতাশাজনক। দাবা শেষ হয়ে গেল, যেমনটা আমরা জানতাম। কখনও এরকম শিশুসুলভ একটা ভয়ংকর ভুলের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয়ে যায়নি।’ আর সেই মন্তব্যের জেরে নেটপাড়ার তুমুল রোষের মুখে পড়লেন ক্র্যামনিক। যিনি একটা সময় গুকেশকে ট্রেনিংও করিয়েছেন। আর সেই পরিস্থিতিতে তুমুল কটাক্ষ করেছেন নেটিজেনরা।
'কাঁদতে কাঁদতে নদী তৈরি করে দিন', তোপ নেটপাড়ার
এক নেটিজেন বলেছেন, 'দাবার মাইকেল ভন (ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক)।' একজন আবার বলিউড তারকা অক্ষয় কুমারের একটি ছবির দৃশ্য পোস্ট করেন। যে ছবিতে বলতে দেখা গিয়েছে, ‘তোর জ্বলছে না? তোর জ্বলছে না?’ আর সেটা পোস্ট করে 'আপনি এই মিমটা বুঝবেন না। ঠিক আছে। তবে আপনি এটাও জানেন না যে কীভাবে খেলোয়াড়ি মানসিকতা থাকতে হয়।'
আরও চাঁচাছোলা আক্রমণ করে অপর এক নেটিজেন বলেন, 'কাঁদুন। আরও কাঁদুন। কাঁদতে কাঁদতে নদী তৈরি করে দিন। আবার কাল কাঁদুন।' একইসুরে এক নেটিজেন বলেন, ‘কেউ দয়া করে ওঁনাকে কয়েকটি টিস্যু পেপার দিয়ে আসুন।’
‘একজন ভারতীয় জিতেছেন বলে কাঁদছেন?’
অপর এক নেটিজেন আবার প্রশ্ন করেন, 'দাবা শেষ হয়ে গেল? নাকি একজন ভারতীয় জিতেছেন বলে কাঁদছেন? যে জিতেছেন, তাঁকে অভিনন্দন জানানোর সৌজন্যটুকুও নেই আপনার।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'আপনি যেহেতু একজন ভারতীয়ের কাছে হেরে গিয়েছিলেন, তাই (এসব বলছেন)। ভারতীয়দের ঘৃণা করা বন্ধ করুন।'
আনন্দকে প্রকৃত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মানতে চাননি ক্র্যামনিক
২০০৮ সালে ক্র্যামনিককে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। আর আনন্দ যে শুধু জিতেছিলেন, তা নয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ছ'টি গেমের মধ্যে তিনটিতে জিতেছিলেন। তার মধ্যে কালো ঘুঁটি নিয়ে দুটি গেমে হারিয়ে দিয়েছিলেন ক্র্যামনিক। যে ক্র্যামনিক ২০০৭ সালে আনন্দকে প্রকৃত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মেনে নিতে চাননি। আর তারপর ক্র্যামনিককে পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন আনন্দ।
আরও পড়ুন: Bengal Chess- নিজেই নিজেকে ১০ লক্ষ টাকা পুরস্কার! অবাক করা অভিযোগে বিদ্ধ দিব্যেন্দু বড়ুয়া
আর সেই আনন্দ আজ গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতেই তরুণ ভারতীয়কে শুভেচ্ছা জানিয়েছেন। ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট'-র মঞ্চে গুকেশের সঙ্গে কথোপকথনের ছবি পোস্ট করে আনন্দ লেখেন, 'অভিনন্দন। দাবার জন্য এটা একটা গর্বের মুহূর্ত। ভারতের জন্য গর্বের মুহূর্ত। ওয়াকার (ওয়েস্ট ব্রিজ আনন্দ চেজ অ্যাকাডেমি) জন্য গর্বের মুহূর্ত। আর আমার কাছে এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।’
আরও পড়ুন: Anish Sarkar: সাড়ে তিন বছর বয়সে বিশ্বরেকর্ড! দাবায় নতুন ইতিহাস তৈরি করল বাংলার অনীশ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।