জেতা ম্যাচ হাতছাড়া করলেন ভারতীয় দাবা খেলোয়াড় ডি গুকেশ। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১৩ তম খেলায় জয়ের খুব কাছাকাছি ছিলেন তিনি, তবে একটু ভুলের জন্য জয় পেতে পেতেও পেলেন না গুকেশ। এদিনের ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলতে শুরু করে ছিলেন গুকেশ। এরপরে তিনি তাঁর চিনের প্রতিদ্বন্দ্বী ডিং লিরেনের উপর প্রথম থেকেই চাপ তৈরি করেন এবং সেই চাপ বজায়ও রেখেছিলেন।
দাবা বিশেষজ্ঞরা আশা করেছিলেন যে ডি গুকেশ এই পরিস্থিতির সদ্ব্যবহার করবেন এবং সহজেই খেলাটি জিতে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেন চাপের মধ্যেই দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন করেন এবং নিজের পারফর্মেন্স দিয়ে হারা ম্যাচ ড্র করেন। এই ম্যাচে উভয় খেলোয়াড়ই ৬৯ চালের পর বুঝতে পারেন যে ম্যাচটি ড্র হবে এবং তারা এই বিষয়ে সম্মত হন।
আরও পড়ুন… ZIM vs AFG: T20I-তে অঘটন! রশিদ খানের আফগানিস্তানকে চার উইকেটে হারিয়ে দিল জিম্বাবোয়ে
এই ড্রয়ের ফলে ডি গুকেশ এবং ডিং লিরেন এখন ১৩ গেমের পরে ৬.৫ ও ৬.৫ পয়েন্ট নিয়ে টাই করে একই সারিতে রয়েছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে এখন মাত্র একটি খেলা বাকি রয়েছে। যে খেলোয়াড় ১৪তম খেলায় জিতবে সে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। ডিং লিরেন সাদা ঘুঁটি নিয়ে শেষ ম্যাচটিতে খেলতে নামবে এবং তাই তিনি এই ম্যাচে কিছুটা সুবিধা পেতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ১৪তম খেলাও যদি ড্র হয় তাহলে টাইব্রেকারে মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।
আরও পড়ুন… ভিডিয়ো: ম্য়াচের মাঝে আম্পায়ারের সামনেই নীতীশ রানার সঙ্গে আয়ুষ বাদোনির ঝামেলা
১৮ বছর বয়সি ভারতীয় দাবা খেলোয়াড় ডি গুকেশ যদি ১৪ তম গেমটি জিতে যান তবে তিনি দাবাতে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। দুই খেলোয়াড়ের বয়সের পার্থক্য প্রায় দ্বিগুণ হওয়ায় এই ম্যাচের দিকে নজর রাখছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যাবে, ৩২ বছর বয়সি লিরেন প্রথম ম্যাচেই জিতেছিলেন। এরপর তৃতীয় গেম জিতে সমতা অর্জন করেন ডি গুকেশ।
আরও পড়ুন… SMAT 2024: ৪৩ রানে ২ উইকেট! দলের ব্যর্থতার দিনেও বল হাতে নজির গড়লেন মহম্মদ শামি
এরপর দুই গ্র্যান্ডমাস্টারই টানা সাতটি ম্যাচ ড্র করেছিলেন। যারপর ১১তম ম্যাচে খেলার ফলের পরিবর্তন হয়। ভারতীয় খেলোয়াড় ডি গুকেশ ১১তম গেমটি জিতে নেন এবং ৬-৫ এর লিড নেন। কিন্তু ডিং লিরেন পরের খেলাতেই সমতা ফেরান। ডি গুকেশকে হারিয়ে টুর্নামেন্টে সমতা অর্জন করেন তিনি। এখন ১৩তম খেলার পরেও, উভয় খেলোয়াড়ই একই পয়েন্টে রয়েছে। ফলে ১৪তম ম্যাচটি জমে উঠেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।