বাংলা নিউজ > ময়দান > World Cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইংল্যান্ড, ভারত-পাকিস্তান লড়াই অনুষ্ঠিত হবে কবে? মিলল ইঙ্গিত

World Cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইংল্যান্ড, ভারত-পাকিস্তান লড়াই অনুষ্ঠিত হবে কবে? মিলল ইঙ্গিত

২০২৩ ওডিআই বিশ্বকাপের লোগো। ছবি- টুইটার।

ICC World Cup 2023 Schedule: কবে, কোথায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ? ভারত কাদের বিরুদ্ধে শুরু করবে অভিযান, জানা গেল সম্ভাব্য দিনক্ষণ।

কবে শুরু হবে চলতি বছরের ওয়ান ডে বিশ্বকাপ, কবে কোথায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, মিলল বড়সড় ইঙ্গিত। তবে তার থেকেও বড় খবর এই যে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, জানা গেল সম্ভাব্য দিনক্ষণ।

এবছর ওয়ান ডে বিশ্বকাপ যে ভারতে অনুষ্ঠিত হবে, ক্রিকেটপ্রেমীদের সেখবর এতদিনে জানা। তবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি এখনও ঘোষিত হয়নি। আইপিএল চলাকালীন এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে, কোন আটটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামবে এবং কাদের টপকাতে হবে যোগ্যতা অর্জনের বাধা। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পরেই সম্ভবত বিশ্বকাপের চূড়ান্ত সূচি সামনে আসবে। তবে ইতিমধ্যেই খবর যে, আগামী ৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

ক্রিকবাজের খবর অনুযায়ী ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে নবকলেবরে সেজে ওঠা আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই।

আয়োজক ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে পারে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং সম্ভবত সেই ম্যাচটি অনিুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এও খবর যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ খেলতে ভারতে আসতে সম্মত হয়েছে এবং ভারত-পাকিস্তান হাই-ভোল্টের লড়াই অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে না ভারতের বিরুদ্ধে ব্লকবাস্টার ম্যাচটি আমদাবাদে আয়োজিত হোক। সম্ভবত সেটা নিশ্চিত করতেই পিসিবি চেয়ারম্যান দুবাইয়ে আইসিসির অফিসে গিয়েছিলেন দিন কয়েক আগে।

আরও পড়ুন:- KKR vs PBKS: ‘সমর্থকদের রিঙ্কু-রিঙ্কু বলে চিৎকার করতে শুনে গর্ব হয়’, বারবার ম্যাচ জেতানো 'ছোট ভাইকে' কুর্নিশ রানার

অবশ্য ফাইনালে উঠলে আমদাবাদে খেতাবি লড়াইয়ে মাঠে নামতে পাকিস্তানের আপত্তি নেই বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে, বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলি খেলবে আমদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে।

এই কেন্দ্রগুলি ছাড়া বিশ্বকাপের ম্যাচের জন্য চিহ্নিত করা হয়েছে কলকাতা, দিল্লি, ইন্দোর, ধরমশালা, গুয়াহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বইকে। মোহালি ও নাগপুরকে নিয়ে সংশয় রয়েছে। বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

আরও পড়ুন:- KKR vs PBKS: ফের সুপারহিট RRR, শেষ বলে চার মেরে কলকাতাকে ম্যাচ জেতালেন রিঙ্কু

প্রতিটি দল মোট ৯টি করে লিগ ম্যাচ খেলবে। যার অর্থ বেশিরভাগ ম্যাচ কেন্দ্রেই ভারতের একটি করে লিগ ম্যাচ আয়োজিত হতে পারে। সেই নিরিখে কলকাতার ইডেন গার্ডেন্সেও টিম ইন্ডিয়ার একটি লিগ ম্যাচ আয়োজিত হতে পারে। তবে সেমিফাইনালের মতো বড় ম্যাচ ইডেনের ভাগ্যে জোটে কিনা, সেটাই হবে দেখার। আপাতত পূর্ণাঙ্গ সূচি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন