
পরের বার থেকে বদলাতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফর্ম্যাট, ইঙ্গিত আইসিসির
১ মিনিটে পড়ুন . Updated: 01 Dec 2020, 09:53 PM IST- একথা জানালেন আইসিসি-র চেয়ারম্যান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট বদলাতে পারে আইসিসি ইঙ্গিত দিলেন নয়া চেয়ারম্যান গ্রেগর বার্কলে। তিনি জানান আপাতত এই বারের সংস্করণটি হয়ে যাক, তারপর এই নিয়ে বসতে হবে।
করোনাকালে অনেক সিরিজ না হওয়ায় নয়া পার্সেনটেজ পয়েন্ট সিস্টেম চালু করেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। এতে ভারতকে অতিক্রম করে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। স্বভাবতই এতে খুশি নন বিরাট কোহলি।
এই সব নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে নিউ জিল্যান্ডের বার্কলে বলেন যে এই নিয়ে ভাবনাচিন্তার অবকাশ রয়েছে। তিনি বলেন তাঁর মনে হয় না যে সব উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেগুলি পূর্ণ হয়েছে।
প্রায় চার পাঁচ বছর ধরে আলোচনার পর অবশেষে শুরু হয় এই টুর্নামেন্ট। কিন্তু প্রথমবছরই কোভিডের জেরে পুরো সিডিউল পণ্ড হয়ে গিয়েছে। তবে এই ফর্ম্যাটে যে ভবিষ্যতে আর এই টুর্নামেন্ট হবে না, তার ইঙ্গিত দিয়ে দিলেন আইসিসির চেয়ারম্যান।