বাংলা নিউজ > ময়দান > Shane Warne-Gina Stewert: শেন ওয়ার্নের সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন, দাবি 'ওয়ার্ল্ডস হটেস্ট গ্র্যান্ডমা'র

Shane Warne-Gina Stewert: শেন ওয়ার্নের সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন, দাবি 'ওয়ার্ল্ডস হটেস্ট গ্র্যান্ডমা'র

জিনা স্টুয়ার্ট ও শেন ওয়ার্ন।

স্টুয়ার্ট এও জানিয়েছেন, কেন তিনি সম্পর্ত গোপন রেখেছিলেন।

শেন ওয়ার্ন কত মহান ক্রিকেটার ছিলেন, তা নিয়ে সংশয় প্রকাশ করার লোক খুঁজে পাওয়া  মুশকিল। তবে ক্রিকেটের বাইরে বরাবর বিতর্কিত চরিত্র ছিলেন কিংবদন্তি স্পিনার।

প্রয়াত ওয়ার্নের একাধিক বান্ধবীর কথা প্রয়শই তাঁর অনুরাগীদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মৃত্যুর পরে সামনে এল ওয়ার্নের আরও এক বান্ধবীর পরিচয়। আসলে ‘ওয়ার্ল্ড হটেস্ট গ্র্যান্ডমা’ নামে পরিচিত জিনা স্টুয়ার্ট দাবি করেন, প্রয়াত হওয়ার আগে ওয়ার্ন তাঁর সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন।

অস্ট্রেলিয়ার ৫১ বছর বয়সী মডেল-অভিনেত্রী ওয়ার্নের সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ায় কী কর্থাবার্তা হতো, তাও প্রকাশ করেছেন। তিনি দাবি করেন যে, কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। ওয়ার্নের মৃত্যুর পরে গত কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে বিধ্বস্ত বলে জানিয়েছেন স্টুয়ার্ট।

আরও পড়ুন:- The Hundred: একেই বলে দুর্ভাগ্য, বোলার ক্যাচ মিস করায় আউট নন-স্ট্রাইকার ব্যাটার, ভিডিয়ো

Daily Star-কে স্টুয়ার্ট বলেন, ‘গত কয়েকমাস ধরে আমি বিধ্বস্ত। সারা বিশ্ব একজন কিংবদন্তিকে হারিয়েছে। আমি হারিয়েছি একজন বন্ধু ও বিশ্বস্তকে। অভাবনীয় বিষয়। আমি ওয়ার্নের সঙ্গে ডেটে যেতাম, তবে সেটা সবার জানা ছিল না। কারণ ওয়ার্ন চেয়েছিল বিষয়টা ব্যক্তিগত থাকুক।’

আরও পড়ুন:- IND vs ZIM: ধোনি, কোহলি বা রোহিতের মতো হওয়ার কোনও ইচ্ছা নেই লোকেশ রাহুলের, জানিয়ে দিলেন স্পষ্ট

স্টুয়ার্ট জানিয়েছেন, তিনি ওয়ার্নের সঙ্গে প্রথমবার দেখা করেন ২০১৮ সালে গোল্ড কোস্টে। তার আগে বেশ কয়েকমাস তাঁরা অনলাইন চ্যাটে কথাবার্তা বলতেন। জিনার কথায়, ‘ওয়ার্ন গোল্ড কোস্টে আসে এবং একটা ক্রিকেট ম্যাচের পরে আমরা দেখা করি। সারা রাত একসঙ্গে কাটিয়ে কথা বলে একে অপকে জানার চেষ্টা করেছিলাম। আমার ওকে খুবই আকর্ষক মনে হয় এবং ওর জীবনের কথা শুনতে ভালো লাগত। আমরা একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসি এবং ওকে কথা দিই যে, আমাদের সম্পর্ক লোকচক্ষুর আড়ালে রাখব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন