বাংলা নিউজ > ময়দান > ঋদ্ধির জায়গায় পন্তকে খেলানোই হবে সঠিক সিদ্ধান্ত, দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের

ঋদ্ধির জায়গায় পন্তকে খেলানোই হবে সঠিক সিদ্ধান্ত, দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের

ঋষভ পন্ত ও ঋদ্ধিমান সাহা। ছবি- টুইটার।

অ্যাডিলেড টেস্টে ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ হন ঋদ্ধিমান। 

অ্যাডিলেডের ভরাডুবির পর অস্ট্রেলিয়ার সফরের দ্বিতীয় টেস্টে যে ভারতীয় দলে বেশ কিছু রদবদল চোখে পড়বে, এটা কার্যত নিশ্চিত। সেই সম্ভাব্য পরিবর্তনের তালিকায় বিশেয একজনের নাম দেখতে চাইছেন প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। তাঁর দাবি, ভারত যদি বাকি টেস্ট সিরিজে ঋদ্ধিমান সাহাকে বসিয়ে ঋষভ পন্তকে খেলায়, তবে তিনি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন।

প্রসাদ স্পষ্ট জানান যে, তাঁর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো বিদেশ সফরে ঋষভ পন্তকেই এক নম্বর উইকেটকিপার হিসাবে চিহ্নিত করেছিল, ঋদ্ধিমান সাহাকে নয়।

সংবাদ সংস্থা পিটিআইকে প্রসাদ বলেন, ‘দেখুন, আমাদের কমিটির সিদ্ধান্ত ছিল স্পষ্ট। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো বিদেশ সফরে ঋষভ পন্তই উইকেটকিপার হিসেবে আমাদের এক নম্বর পছন্দ ছিল। শুধুমাত্র ভারতে টেস্ট খেলা হলে, যেখানে ৬ নম্বর ব্যাটসম্যানের প্রয়োজন পড়বে না, সেখানেই বিশেষজ্ঞ উইকেটকিপার খেলানো যেতে পারে।’

প্রসাদ আরও বলেন, ‘আমার বিশ্বাস ঋষভ গত কয়েকমাসে নিজের ফিটনেস নিয়ে পরিশ্রম করেছে এবং ওকে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে দেখে মনে হয়েছে যে, ও টাচে রয়েছে। সুতরাং, টিম ম্যানেজমেন্ট যদি পরের তিনটি টেস্টে ঋদ্ধির জায়গায় ঋষভকে খেলায়, তবে আমি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সঙ্গে একমত হব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন