মহিলা প্রিমিয়ার লিগ ঘিরে উত্তেজনা এখন চরমে। ভারতীয়দের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে দর পাচ্ছেন বিদেশি ক্রিকেটাররাও। নিলামে চলছে প্লেয়ার নিয়ে টানাটানি। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কাউর, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, অ্যাশলে গার্ডনার, এলিস পেরিদের দাম উঠল হুহু করে।
কে কোন দলে গেল, কত টাকায় বিক্রি হলেন প্লেয়াররা, দেখে নিন পুরো তালিকা:
স্মৃতি মন্ধানা: বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স শুরুতেই দর হাঁকে। লড়াইয়ে যোগ দেয় আরসিবি। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় মন্ধানাকে দলে নেয় আরসিবি।
হরমনপ্রীত কাউর: আরসিবি হাল ছাড়লে লড়াইয়ে নাম লেখায় মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি হাল ছাড়লে লড়াইয়ে ঢোকে ইউপি। ১ কোটি ৮০ লক্ষ টাকায় হরমনপ্রীতকে শেষ পর্যন্ত দলে নেয় মুম্বই।
ডিভাইন সোফি: বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। বেস প্রাইসে সোফিকে দলে নিল আরসিবি। আর কোনও দল দর হাঁকেনি ডিভাইন সোফির জন্য।
অ্যাশলে গার্ডনার: বেস প্রাইস ৫০ লক্ষ থাকলেও, তাঁর দর ওঠে ৩ কোটি ২০ লক্ষতে। গুজরাট জায়ান্টস দলে নেয় অ্যাশলে গার্ডনারকে। আগ্রহ দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সও।
এলিস পেরি: বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। দর হাঁকে দিল্লি ও আরসিবি। ১ কোটি ৭০ লক্ষ টাকায় এলিস পেরিকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
সোফি একলেস্টোন: বেস প্রাইস ৫০ লক্ষ ছিল। সেখান থেকে গুজরাট জায়ান্টস দর হাঁকতে শুরু করে। লড়াইয়ে যোগ দেয় দিল্লি। দর হাঁকে ইউপিও। ১ কোটি ৮০ লক্ষ টাকায় সোফি একলেস্টোনকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্জ।
দীপ্তি শর্মা: বেস প্রাইস ৫০ লক্ষ টাকা থেকে দর ওঠে ২ কোটি ৬০ লক্ষ। প্রথমে দর হাঁকে দিল্লি ক্যাপিটালস। লড়াইয়ে যোগ দেয় মুম্বই, গুজরাট এবং ইউপি। শেষ পর্যন্ত ২ কোটি ৬০ লক্ষ টাকায় দীপ্তিকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্জ।
রেনুকা সিং: বেস প্রাইস ৫০ লক্ষ থেকে রেনুকার দর ওঠে ১ কোটি ৫০ লক্ষতে। দিল্লি দর হাঁকে শুরুতে। লড়াইয়ে যোগ দেয় আরসিবি। ১ কোটি ৫০ লক্ষ টাকায় রেনুকা সিং ঠাকুরকে দলে নেয় আরসিবি।
ন্যাট সিভার: বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। শুরুতে দর হাঁকে মুম্বই ও দিল্লি। ৩ কোটি ২০ লক্ষ টাকায় ন্যাট সিভারকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
তালিয়া ম্যাকগ্রা: বেস প্রাইস ৪০ লক্ষ ছিল। আরসিবি ও গুজরাট দর হাঁকে। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ও ইউপি। ১ কোটি ৪০ লক্ষ টাকায় তালিয়া ম্যাকগ্রাকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্জ।
বেথ মুনি: বেস প্রাইস ৪০ লক্ষ ছিল। দর হাঁকে আরসিবি ও মুম্বই। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ও গুজরাট। ২ কোটি টাকায় বেথ মুনিকে দলে নেয় গুজরাট জায়ান্টস।
শাবনিম ইসমাইল: বেস প্রাইস ৪০ লক্ষ দিয়ে শুরু হয়। দর হাঁকে ইউপি ও দিল্লি। শেষমেশ ১ কোটি টাকায় ইউপি ওয়ারিয়র্জ দলে নেয় শাবনিম ইসমাইলকে।
অ্যামেলিয়া কের: বেস প্রাইস ৪০ লক্ষ। দর হাঁকে মুম্বই ও দিল্লি। ১ কোটি টাকায় অ্যামেলিয়া কেরকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
সোফিয়া ডাঙ্কলি: বেস প্রাইস ৩০ লক্ষ। শুরুতে দর হাঁকে গুজরাট। লড়াইয়ে যোগ দেয় দিল্লি। ৬০ লক্ষ টাকায় গুজরাট দলে নেয় সোফিয়া ডাঙ্কলিকে।
জেমিমা রডরিগেজ: বেস প্রাইস ৫০ লক্ষ। ইউপি দর হাঁকে শুরুতে। লড়াইয়ে যোগ দেয় দিল্লি। শেষমেশ ২ কোটি ২০ লক্ষ টাকায় জেমিমাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
মেগ ল্যানিং: বেস প্রাইস ৫০ লক্ষ। দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লিও দর হাঁকে। ১ কোটি ১০ লক্ষ টাকায় মেগ ল্যানিংকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
শেফালি বর্মা: বেস প্রাইস ৫০ লক্ষ। দিল্লি ও আরসিবির মধ্যে জোর টক্কর চলে। লড়াইয়ে যোগ দেয় মুম্বই ইন্ডিয়ান্স। শেষমেশ ২ কোটি টাকায় শেফালিকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
অ্যানাবেল সাদারল্যান্ড: বেস প্রাইস ৩০ লক্ষ। ইউপি ও দিল্লি দর হাঁকে। লড়াইয়ে যোগ দেয় গুজরাট। ৭০ লক্ষ টাকায় অ্যানাবেল সাদারল্যান্ডকে দলে নেয় গুজরাট।
হার্লিন দেওয়ল: বেস প্রাইস ৪০ লক্ষ টাকায় গুজরাট জায়ান্টস দলে নেয় হার্লিন দেওয়লকে।
পূজা বস্ত্রকার: বেস প্রাইস ৫০ লক্ষ। দর হাঁকে দিল্লি ও মুম্বই। লড়াইয়ে যোগ দেয় ইউপি। শেষ পর্যন্ত ১ কোটি ৯০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নেয় পূজা বস্ত্রকারকে।
দিয়েন্দ্রা ডটিন: বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। দর হাঁকে গুজরাট জায়ান্টস। দিল্লি যোগ দেয় লড়াইয়ে। শেষ পর্যন্ত ৬০ লক্ষ টাকায় অভিজ্ঞ ক্যারিবিয়ান তারকা দিয়েন্দ্রা ডটিনকে দলে নেয় গুজরাট জায়ান্টস।
যস্তিকা ভাটিয়া: বেস প্রাইস ছিল ৪০ লক্ষ। দর হাঁকে মুম্বই ও গুজরাট। লড়াইয়ে যোগ দেয় ইউপি ওয়ারিয়র্জ। শেষমেশ ১ কোটি ৫০ লক্ষ টাকায় যস্তিকা ভাটিয়াকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
রিচা ঘোষ: বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। দর হাঁকে দিল্লি এবং আরসিবি। শেষ পর্যন্ত ১ কোটি ৯০ লক্ষ টাকায় রিচা ঘোষকে দলে নেয় আরসিবি।
অঞ্জলি সর্বানি: বেস প্রাইস ৩০ লক্ষ। দর হাঁকে গুজরাট। লড়াইয়ে যোগ দেয় ইউপি ও দিল্লি। ৫৫ লক্ষ টাকায় ইউপি দলে নেয় অঞ্জলিকে।
রাজেশ্বরী গায়কোয়াড়: বেস প্রাইস ছিল ৪০ লক্ষ। ইউপি দর হাঁকা শুরু করে। বেস প্রাইস ৪০ লক্ষ টাকায় রাজেশ্বরী গায়কোয়াড়কে দলে নেয় ইউপি।
রাধা যাদব: দিল্লি ক্যাপিটালস বেস প্রাইস ৪০ লক্ষ টাকায় দলে নিল রাধা যাদবকে।
শিখা পান্ডে: বেস প্রাইস ছিল ৪০ লক্ষ। দর হাঁকে দিল্লি ও গুজরাট। দিল্লি ক্যাপিটালস ৬০ লক্ষ টাকায় দলে নেয় শিখা পান্ডেকে।
স্নেহ রানা: বেস প্রাইস ৫০ লক্ষ টাকা ছিল। গুজরাট ৭৫ লক্ষ টাকায় দলে নেয় স্নেহ রানাকে।
মারিজান কাপ: বেস প্রাইস ৪০ লক্ষ টাকা ছিল। দিল্লি ক্যাপিটালস ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় মারিজান কাপকে।
পার্শবী চোপড়া: ইউপি ওয়ারিয়র্জ বেস প্রাইস ১০ লক্ষ টাকায় দলে নেয় পার্শবী চোপড়াকে।
তিতাস সাধু: বেস প্রাইস ছিল ১০ লক্ষ। ইউপি ও দিল্লির মধ্যে টানাটানি শুরু হয়। দিল্লি ক্যাপিটালস ২৫ লক্ষ টাকায় দলে নেয় তিতাস সাধুকে।
শ্বেতা শেরাওয়াত: বেস প্রাইস ১০ লক্ষ ছিল। শ্বেতা শেরাওয়াতকে ৪০ লক্ষ টাকায় দলে নেয় ইউপি।
এস যশস্বী: ইউপি ওয়ারিয়র্জ বেস প্রাইস ১০ লক্ষতে দলে নেয় এস যশস্বীকে।
কিরণ নভগীর: বেস প্রাইসে ৩০ লক্ষতে ইউপি ওয়ারিয়র্জ দলে নেয় নভগীরকে।
সাবভিনেনি মেঘনা: বেস প্রাইস ৩০ লক্ষতে গুজরাট জায়ান্টস দলে নেয় মেঘনাকে।
এরিন বার্নস: বেস প্রাইস ৩০ লক্ষতে আরসিবি দলে নেয় এরিনকে।
হেথার গ্রাহাম: মুম্বই ইন্ডিয়ান্স বেস প্রাইস ৩০ লক্ষতে দলে নেয় গ্রাহামকে।
গ্রেস হ্যারিস: বেস প্রাইস ৩০ লক্ষ। আরসিবি ও ইউপি দর হাঁকে। ৭৫ লক্ষ টাকায় ইউপি দলে নেয় গ্রেস হ্যারিসকে।
জর্জিয়া ওয়ারহ্যাম: বেস প্রাইস ৩০ লক্ষ। আরসিবি ও গুজরাট দর হাঁকে। ৭৫ লক্ষ টাকায় গুজরাট দলে নেয় জর্জিয়া ওয়ারহ্যামকে।
অ্যালিস ক্যাপসি: বেস প্রাইস ৩০ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি দর হাঁকে। ৭৫ লক্ষ টাকায় ক্যাপসিকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
ইসাবেল: বেস প্রাইস ৩০ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স বেস প্রাইসে দলে নেয় ইসাবেলকে।
মানসী যোশি: গুজরাট জায়ান্টস বেস প্রাইস ৩০ লক্ষতে মানসীকে দলে নেয়।
দেবিকা বৈদ্য: বেস প্রাইস ৪০ লক্ষ। ইউপি ওয়ারিয়র্জ ও দিল্লি ক্যাপিটালস দর হাঁকে। শেষমেষ ১ কোটি ৪০ লক্ষ টাকায় দেবিকা বৈদ্যকে দলে নেয় ইউপি।
আমনজ্যোৎ কউর: বেস প্রাইস ৩০ লক্ষ। দিল্লি ও মুম্বই দর হাঁকে। ৫০ লক্ষ টাকায় দলে নেয় মুম্বই।
দয়ালান হেমলতা: বেস প্রাইস ৩০ লক্ষতে গুজরাট দলে নেয় হেমলতাকে।
মনিকা প্যাটেল: বেস প্রাইস ৩০ লক্ষতে মনিকা প্যাটেলকে গুজরাট দলে নেয়।
লারা হ্যারিস: বেস প্রাইস ১০ লক্ষ। ৪৫ লক্ষ টাকায় দিল্লি দলে নেয় লারা হ্যারিসকে।
তারা নরিস: বেস প্রাইস ১০ লক্ষতে দিল্লি দলে নেয় তারাকে।
ধারা গুজ্জর: বেস প্রাইস ১০ লক্ষতে মুম্বই দলে নেয় ধারাকে।
জাসিয়া আক্তার: বেস প্রাইস ২০ লক্ষ টাকায় জাসিয়াকে দলে নেয় দিল্লি।
দিশা কসত: আরসিবি ১০ লক্ষ বেস প্রাইসে দলে নেয় দিশাকে।
লক্ষ্মী যাদব: বেস প্রাইস ১০ লক্ষতে লক্ষ্মীকে দলে নেয় ইউপি।
ইন্দ্রানী রায়: বেস প্রাইস ১০ লক্ষ। আরসিবি বেস প্রাইসে দলে নেয় ইন্দ্রানীকে।
মিন্নু মনি: বেস প্রাইস ১০ লক্ষ। ৩০ লক্ষ টাকায় দিল্লি দলে নেয় মিন্নুকে।
শ্রেয়াঙ্কা পাতিল: বেস প্রাইস ১০ লক্ষ। আরসিবি বেস প্রাইসে দলে নেয় শ্রেয়ঙ্কাকে।
কণিকা আহুজা: বেস প্রাইস ১০ লক্ষ। আরসিবি দলে নেয় কণিকাকে।
তনুজা কানওয়ার: বেস প্রাইস ১০ লক্ষ। ৫০ লক্ষ টাকায় গুজরাট দলে নেয় তনুজাকে।
সাইকা ইশাক: বেস প্রাইস ১০ লক্ষ। মুম্বই দলে নেয় সাইকাকে।
আশা শোভনা: বেস প্রাইস ১০ লক্ষতে আরসিবি দলে নেয় আশাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।