গুজরাট জায়ান্টস উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম থেকে ১২ জন ভারতীয় ও ৬ জন বিদেশি মিলিয়ে ১৮ জনের স্কোয়াড পূর্ণ করে। যদিও তাদের স্কোয়াডে অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের অভাব চোখে পড়ছে স্পষ্ট। স্নেহ রানা ও হার্লিন দেওয়ল ছাড়া বর্তমান ভারতীয় দলের তেমন কোনও তারকাকে দলে নিতে পারেনি গুজরাট।
প্রথম একাদশে মোটে ৪ জন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। তা সত্ত্বেও গুজরাট বিদেশি ক্রিকেটারের পিছনে বেশি খরচ করে। ৩ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে তারা দলে নেয় অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার অ্যাশলেই গার্ডনারকে। গুজরাট আরও তিন অজি তারকাকে দলে নিয়েছে। দুই অল-রাউন্ডার জর্জিয়া ওয়ারহ্যাম ও অ্যানাবেল সাদারল্যান্ডের সঙ্গে তারা জালে তুলেছে উইকেটকিপার-ব্যাটার বেথ মুনিকে। সুতরাং, স্কোয়াডের ৬ জন বিদেশির মধ্যে ৪ জনই হলেন অস্ট্রেলিয়ার।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, গুজরাট জায়ান্টস তাদের স্কোয়াডে বিশেষজ্ঞ ব্যাটার-বোলারের পরিবর্তে অল-রাউন্ডার নিয়েছে বেশি করে। চার বিদেশি তারকা ব্যাট-বল দু'টিই করতে পারেন। ১২ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ব্যাট-বল দুইই করার দক্ষতা রয়েছে ছয় জনের। সব মিলিয়ে জায়ান্টসের স্কোয়াডকে লো-প্রোফাইল বলা চলে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দিয়েন্দ্রা ডটিন, বেথ মুনি অথবা গার্ডনারকে তারা ক্যাপ্টেন করতে পারে। ভারতীয়দের মধ্যে স্নেহ রানার হাতেও নেতৃত্ব তুলে দেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গুজরাট জায়ান্টস স্কোয়াড:-
ভারতীয় ক্রিকেটার:-
১. স্নেহ রানা (অল-রাউন্ডার)- ৭৫ লক্ষ।
২. সুষমা বর্মা (উইকেটকিপার)- ৬০ লক্ষ।
৩. তনুজা কানওয়ার (অল-রাউন্ডার)- ৫০ লক্ষ।
৪. হার্লিন দেওয়ল (অল-রাউন্ডার)- ৪০ লক্ষ।
৫. অশ্বনী কুমারী (অল-রাউন্ডার)- ৩৫ লক্ষ।
৬. দয়ালান হেমলতা (অল-রাউন্ডার)- ৩০ লক্ষ।
৭. মানসী যোশি (অল-রাউন্ডার)- ৩০ লক্ষ।
৮. মণিকা প্যাটেল (বোলার)- ৩০ লক্ষ।
৯. সাব্বিনেনি মেঘনা (ব্যাটার)- ৩০ লক্ষ।
১০. হার্লি গালা (অল-রাউন্ডার)- ১০ লক্ষ।
১১. পারুনিকা সিসোদিয়া (বোলার)- ১০ লক্ষ।
১২. শবনম শাকিল (বোলার)- ১০ লক্ষ।
বিদেশি ক্রিকেটার:-
১. অ্যাশলেই গার্ডনার (অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার)- ৩ কোটি ২০ লক্ষ।
২. বেথ মুনি (অস্ট্রেলিয়ার উইকেটকিপার)- ২ কোটি।
৩. জর্জিয়া ওয়ারহ্যাম (অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার)- ৭৫ লক্ষ।
৪. অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার)- ৭০ লক্ষ।
৫. দিয়েন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার)- ৬০ লক্ষ।
৬. সোফিয়া ডাঙ্কলি (ইংল্যান্ডের ব্যাটার)- ৬০ লক্ষ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।