বাংলা নিউজ > ময়দান > WPL 2023: নিজেদের জার্সি প্রকাশ করল গুজরাট জায়ান্টস, কে হচ্ছেন ক্যাপ্টেন?

WPL 2023: নিজেদের জার্সি প্রকাশ করল গুজরাট জায়ান্টস, কে হচ্ছেন ক্যাপ্টেন?

নিজেদের জার্সি প্রকাশ করল গুজরাট জায়ান্টস (ছবি-গুজরাট জায়ান্টস)

ক্যাপশনে গুজরাট জায়ান্টস লিখেছে, ‘আপনাদের কাছে উপস্থাপন করছি, WPL এর প্রথম মরশুমের জন্য আমাদের জার্সি। অত্যাশ্চর্য জার্সিটি আমাদের সিংহীদের (খেলোয়াড়দের) আবেগ এবং উৎসাহকে প্রতিফলিত করবে, যারা প্রথম মরশুমে তাদের সবকিছু দিতে প্রস্তুত।’

আইপিএলের পর প্রথমবারের মতো শুরু হতে চলেছে বাইশ গজে মহিলা প্রিমিয়ার লিগের সংস্করণ। উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL 2023) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এই লিগের প্রথম মরশুমে মোট পাঁচটি মহিলা দল অংশগ্রহণ করবে। যাদের মধ্যে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), দিল্লি ক্যাপিটালস (DC), গুজরাট জায়ান্টস (GJ), UP Warriors (UPW) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এর মাঝেই আসন্ন WPL 2023-এর প্রথম সংস্করণের জন্য নিজেদের দলের জার্সি লঞ্চ করল গুজরাট জায়ান্টস। গুজরাটের এই ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মহিলা দলের জার্সিকে সকলের সামনে তুলে ধরল।

গুজরাট জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে জার্সিটি উন্মোচন করা হয়েছে। এই ভিডিয়ো পোস্ট করে একটি ক্যাপশনও লেখা হয়েছে। ক্যাপশনে গুজরাট জায়ান্টস লিখেছে, ‘আপনাদের কাছে উপস্থাপন করছি, WPL এর প্রথম মরশুমের জন্য আমাদের জার্সি। অত্যাশ্চর্য জার্সিটি আমাদের সিংহীদের (খেলোয়াড়দের) আবেগ এবং উৎসাহকে প্রতিফলিত করবে, যারা প্রথম মরশুমে তাদের সবকিছু দিতে প্রস্তুত।’ আমরা আপনাকে বলি যে অস্ট্রেলিয়ান খেলোয়াড় অ্যাশলে গার্ডনারের নাম এই জার্সিটিতে লেখা রয়েছে। ক্রিকেট ভক্তরা আশা প্রকাশ করেছেন যে হয়তো গার্ডনার গুজরাটের অধিনায়ক নির্বাচিত হতে পারেন।

আরও পড়ুন… বাংলার নতুন গ্র্যান্ডমাস্টার! ফ্রান্সে গিয়ে বঙ্গের ১১তম GM-এর যোগ্যতা অর্জন করলেন সায়ন্তন দাস

গুজরাট জায়ান্টস জার্সি লঞ্চের আগে আরেকটি টুইট করেছে ফ্র্যাঞ্চাইজি। যাতে গুজরাট জায়ান্টস জানিয়েছে যে তারা শীঘ্রই তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করতে চলেছে। এ প্রসঙ্গে টুইটের ক্যাপশনে তারা লিখেছে, ‘আপনি কি অনুমান করতে পারেন উদ্বোধনী মরশুমে আমাদের খেলোয়াড়দের নেতৃত্ব দেবেন কে?’ দর্শকরা মন্তব্য করার সময় অ্যাশলে গার্ডনারের নামও নিয়েছেন। এর পাশাপাশি বেথ মুনির নামও অনেকে অনুমান করেছেন। বেশ কিছু দর্শক কমেন্ট বক্সে এই তালিকায় হার্লিন দেওয়লের নামও লিখেছেন। আমরা আপনাকে বলি যে গুজরাট দলের প্রথম ম্যাচটি ৪ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা হবে এবং সেই ম্যাচ থেকে টুর্নামেন্টও শুরু হবে।

আরও পড়ুন… IPL 2023: ‘ভেঙ্কি আমার বাবার মতো,’ হঠাৎ কেন নাইট কর্তার প্রশংসায় ডিকে?

দেখে নিন গুজরাট জায়ান্টস দলের প্লেয়ার তালিকা-

ভারতীয় ক্রিকেটার:-

১. স্নেহ রানা ২. সুষমা বর্মা ৩. তনুজা কানওয়ার ৪. হার্লিন দেওয়ল ৫. অশ্বনী কুমারী ৬. দয়ালান হেমলতা ৭. মানসী যোশি ৮. মণিকা প্যাটেল ৯. সাব্বিনেনি মেঘনা ১০. হার্লি গালা (অল-রাউন্ডার) ১১. পারুনিকা সিসোদিয়া ১২. শবনম শাকিল

বিদেশি ক্রিকেটার:-

১. অ্যাশলেই গার্ডনার ২. বেথ মুনি ৩. জর্জিয়া ওয়ারহ্যাম ৪. অ্যানাবেল সাদারল্যান্ড ৫. দিয়েন্দ্রা ডটিন ৬. সোফিয়া ডাঙ্কলি

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন