মহিলা প্রিমিয়ার লিগের ওপেনারেই দুরন্ত ছন্দে ছিলেন হরমনপ্রীত কাউর। সেই সঙ্গে উদ্বোধনী টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গুজরাট জায়ান্টসকে বড় ব্য়বধানে হারিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। তবে সেই সব কিচু ছাপিয়ে গিয়েছে, হরমনপ্রীতের নেওয়া একটি রিভিউ। তাঁর এই রিভিউ নেওয়া নিয়েই চলছে জোর চর্চা। প্রশ্ন উঠছে নিয়ম নিয়েও।
গুজরাটের ইনিংস চলাকালীন ১৩তম ওভারে বল করছিলেন সাইকা ইশাক। তাঁর শেষ বলটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ব্যাটার মনিকা প্যাটেল পুল করতে গিয়ে ব্যর্থ হন। তখব ওয়াইড দেন আম্পায়ার। মুম্বই সেই সিদ্ধান্তের বিরোধিতা করে রিভিউ নেয়। রিভিউ নিতে দেখা যায়, বল গ্লাভসে লেগেছে। যে কারণে ওয়াইডের রানটি পায়নি গুজরাট।
আরও পড়ুন: নেতৃত্ব মোটেও বাড়তি চাপ নয়- GG-এর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে উচ্ছ্বসিত হরমন
এর আগে উইকেটরক্ষক ইয়াস্তিকা ভাটিয়াও নিশ্চিত করেছিলেন যে, বলটি ব্যাটার মনিকা প্যাটেলের গ্লাভসে লেগেছে। এবং ব্যাটার নিজেও আশ্চর্যজন কভাবে স্বীকার করেছিলেন যে, তিনি বলটি আঘাত করেছিলেন। রিপ্লেতেও নিশ্চিত হয়ে যায় যে, বলটি আসলে গ্লাভসে লেগেছে।
আসলে এ বারা মেয়েদের আইপিএলে নতুন নিয়ম চালু করা হয়েছে। আম্পায়ারের দেওয়া ওয়াইড এবং নো বলের সিদ্ধান্তেও রিভিউ নেওয়া যাবে। প্রথম বার কোনও ম্যাচে এমন নিয়মের ব্যবহার করা হল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়, ‘এই নিয়ম আনা হয়েছে যাতে কোনও ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচের ফল পাল্টে না যায়।’
আরও পড়ুন: WPL-এ শেফালি ঝড়,দুরন্ত হাফসেঞ্চুরি করে রেকর্ড টিনএজারের,IPL-এও এই নজির কারও নেই
তবে শনিবার মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে হরমনপ্রীতের ৩০ বলে ঝোড়ে ৬৫ রানের হাত ধরে মুম্বই রানের পাহাড় গড়ে। অ্যামেলিয়া কেরকে সঙ্গী করে চতুর্থ উইকেটে ৮৯ রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে মুম্বইকে ৫ উইকেটে ২০৭ রানে নিয়ে যেতে সাহায্য করেন হরমন। জবাবে গুজরাট জায়ান্টস মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে যায়। সাইকা একাই নেন ৪ উইকেট। ন্যাট সিভার এবং অ্যামেলিয়া কের দু’টি করে উইকেট নেন। একটি উইকেট নেন ইসি অং। ১৪৩ রানে বড় ছিনিয়ে নেয় পায় মুম্বই ইন্ডিয়ান্স।