বাংলা নিউজ > ময়দান > WPL 2023: ইতিহাস গড়লেন ইসি ওং, উইমেন্স প্রিমিয়র লিগে প্রথম হ্যাটট্রিক MI পেসারের- ভিডিয়ো

WPL 2023: ইতিহাস গড়লেন ইসি ওং, উইমেন্স প্রিমিয়র লিগে প্রথম হ্যাটট্রিক MI পেসারের- ভিডিয়ো

ইতিহাস গড়লেন ইসি ওং। ছবি- পিটিআই।

Mumbai Indians vs UP Warriorz: উইমেন্স প্রিমিয়র লিগের এলিমিনেটরে পরপর ৩ বলে ৩ উইকেট নেওয়া ইসি ওং কে? চিনে নিন ২০ বছরের পেসারকে।

লিগের ম্য়াচগুলিতে বহু মাইলস্টোনের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্জ এলিমিনেটর ম্যাচে ইসি ওং যে কৃতিত্ব অর্জন করেন, তা উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে এমন নজির আরও অনেকে গড়তে পারেন। তবে প্রথম এমন দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেছিলেন কে, তা উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে রেকর্ড বইয়ে।

আসলে শুক্রবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার ইসি ওং। ম্য়াচের দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভারের পরপর তিন বলে তিন উইকেট তুলে নেন তিনি।

ইসি ওংয়ের হ্যাটট্রিক:-
# ১২.২ ওভারে ইসি ওংয়ের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ন্য়াট সিভার ব্রান্টের হাতে ধরা পড়েন কিরণ নভগির। ২৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। ইউপি ৮৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিমরন শেখ।

# ১২.৩ ওভারে ইসি ওংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সিমরন শেখ। ইসি পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন সিমরন। ইউপি ৮৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফি একলেস্টোন।

# ১২.৪ ওভারে ওংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সোফি একলেস্টোন। তিনিও গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। পরপর তিন বলে ৩টি উইকেট নিয়ে ইতিহাস গড়েন ওং। ইউপি ৮৪ রানে ৭ উইকেট হারায়।

আরও পড়ুন:- IPL 2023: নীতিশ রানা গোড়ালিতে চোট পেতেই আতঙ্ক ছড়াল KKR শবিরে, তবে কি আরও একজন?

কে এই ইসি ওং:-
২০ বছরের ইসাবেলে ওং ইংল্যান্ডের ডানহাতি মিডিয়াম পেসার, যিনি জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন। টেস্টে ৩টি, ওয়ান ডে ক্রিকেটে ৪টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৭টি উইকেট নিয়েছেন তিনি। এবছর উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম থেকে ইসাবেলেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ইসি সিডনি থান্ডার ও হবার্ট হ্যারিকেনসের হয়ে উইমেন্স বিগ ব্যাশ খেলেছেন। সাদার্ন ভাইপার্সের হয়ে খেলেন ঘরোয়া ক্রিকেট। বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে দ্য হান্ড্রেডে মাঠে নামেন তিনি।

আরও পড়ুন:- IPL 2023: আশা কমছে, গতবছর বল হাতে আগুন ঝরানো দুই বাঁ-হাতি ভারতীয় পেসার এবার আইপিএলে অনিশ্চিত

উইমেন্স প্রিমিয়র লিগে ইসির পারফর্ম্যান্স:-
ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে এলিমিনেটরে ইসি ওং ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। তিনি টুর্নামেন্টের ৯টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ১২টি উইকেট নিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন