ভারতের মহিলা ক্রিকেট দলের বরাবর দুর্বল জায়গা হল ফিল্ডিং। গত মহিলা টি-২০ বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে যাওয়ার অন্যতম কারণ যে খারাপ ফিল্ডিং, সেকথা অস্বীকার করবেন না কেউই। একের পর এক সহজ ক্যাচ ছেড়ে সেমিফাইনাল ম্যাচ হেরে বসেন হরমনপ্রীত কৌররা।
বিশ্বকাপ থেকে ভারতীয় দল বিদায় নেওয়ার পরে ক্রিকেটারদের ফিটনেস ও ফিল্ডিং নিয়ে বিস্তর সমালোচনা হয়। তবে উইমেন্স প্রিমিয়র লিগ শুরুর পরে ছবিটা কীভাবে বদলাতে শুরু করেছে, সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট। বিশ্বকাপে অতি সহজ ক্যাচ ছাড়া শেফালি বর্মাকে ইতিমধ্যেই আরসিবি ম্যাচে দারুণ সব ক্যাচ ধরতে দেখা গিয়েছে। এবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জেমিমা রডরিগেজ ধরেন দুর্দান্ত একটি ক্যাচ।
বৃহস্পতিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লিগের সপ্তম ম্যাচে মাঠে নামে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ইনিংসের ১১.৩ ওভারে অ্যালিস ক্যাপসির বল লং-অফে তুলে মারেন মুম্বই ওপেনার হেইলি ম্যাথিউজ। বল কার্যত মাঝমাঠে ড্রপ করছিল। বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে জেমিমা সামনের দিকে শরীর ছুঁড়ে দেন। বলের উপর শেষ মুহূর্ত পর্যন্ত নজর রেখে ক্যাচ ধরে নেন জেমি। ফলে ব্যক্তিগত ৩২ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ম্যাথিউজকে। সন্দেহ নেই জেমিমার এই ক্যাচটি টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচের তালিকায় প্রথমসারিতে জায়গা করে নেবে।
আরও পড়ুন:- ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই মাতৃবিয়োগ প্যাট কামিন্সের, শোক প্রকাশ ক্রিকেটমহলের
জেমিমার এমন দুর্দান্ত ফিল্ডিংয়েও অবশ্য ম্যাচ জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। ব্য়াটিং ব্যর্থতার মাশুল দিয়ে তারা ৩০ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ হেরে বসে।
আরও পড়ুন:- LLC 2023: আজ শুরু কিংবদন্তিদের T20 লিগ, কোথায় দেখবেন গম্ভীর-আফ্রিদির ধুন্ধুমার লড়াই?
টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। তারা ১৮ ওভারে মাত্র ১০৫ রানে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন মেগ ল্যানিং ব্যাট হাতে কার্যত একা লড়াই চালান। দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন তিনি। এছাড়া জেমিমা রডরিগেজ ২৫ ও রাধা যাদব ১০ রান করেন। শেফালি বর্মা ২, অ্যালিস ক্যাপসি ৬, মারিজান কাপ ২, জেস জোনাসেন ২, তানিয়া ভাটিয়া ৪ ও শিখা পান্ডে ৪ রানের যোগদান রাখেন।
মুম্বইয়ের সাইকা ইশাক, ইসি ওং ও হেইলি ম্যাথিউজ ৩টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নেন পূজা বস্ত্রকার।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। যস্তিকা ভাটিয়া ৪১, ম্যাথিউজ ৩২, ন্যাট সিভার ব্রান্ট ২৩ ও হরমনপ্রীত কৌর ১১ রান করেন। তারা নরিস ও ক্যাপসি ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন সাইকা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।