বাংলা নিউজ > ময়দান > WPL 2023: টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু, উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন কিয়ারা-কৃতি

WPL 2023: টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু, উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন কিয়ারা-কৃতি

কিয়ারা আডবানি ও উইমেন্স প্রিমিয়র লিগের লোগো। ছবি- ইনস্টাগ্রাম/বিসিসিআই।

Women's Premier League: উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে এপি ধিলনকেও।

উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী মরশুমে বল পিচে পড়তে কয়েকটা দিন মাত্র বাকি। বেশ কয়েকটি বিষয় নিয়ে ছবিটা পরিষ্কার করল বিসিসিআই। জানিয়ে দেওয়া হল উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন। আপডেট দেওয়া হল টিকিট নিয়েও।

টিকিট নিয়ে আপডেট দিল BCCI:-
৪ মার্চ অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচ। একেবারে শেষ মুহূর্তে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আপডেট দিল বিসিসিআই। এমন সম্ভাবনা উঁকি দিচ্ছিল যে, বিসিসিআই উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম মরশুমে বিনামূল্যে দর্শদের খেলা দেখার সুযোগ দিতে পারে। শেষমেশ বোর্ডের তরফে জানানো হয় যে, ১০০ টাকা থেকে শুরু টিকিটের মূল্য।

এর আগে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের ম্যাচগুলির জন্য কোনও টিকিটের ব্যবস্থা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রচুর সংখ্যায় দর্শকরা স্টেডিয়ামে এসে হরমনপ্রীতদের খেলা দেখেন। এবার উইমেন্স প্রিমিয়র লিগে দর্শক টানতে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছিল।

আরও পড়ুন:- WPL চালু করেও হরমনপ্রীতদের বিদেশি লিগে খেলা আটকাচ্ছে না BCCI, তবে কি কোহলিদের রাস্তাও খুলবে এবার?

উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে কিয়ারা-কৃতিকে:-
ভারতীয় ক্রিকট বোর্ডের তরফে বুধবার নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া হয় যে, ৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মন মাতাবেন কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন। পারফর্ম করবেন এপি ধিলনও। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৫টা ৩০ মিনিট থেকে। বিকাল ৪টের সময় খুলবে স্টেডিয়ামের গেট।

কোথায় পাবেন টিকিট:-
বিসিসিআইয়ের টিকিট পার্টনার বুক মাইশ শো-এর ওয়েবসাইটে গিয়ে উইমেন্স প্রিমিয়র লিগের টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন:- IND vs AUS: ইন্দোর টেস্টেই পঞ্চম ভারতীয় হিসেবে দুর্দান্ত মাইলস্টোন ছুঁতে পারেন কোহলি, দরকার মাত্র ৭৭ রান

টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন ম্যাচ:-
জিও সিনেমা অ্যাপে বিনামূল্যে দেখা যাবে উইমেন্স প্রিমিয়র লিগের খেলা। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস-১৮ নেটওয়ার্কে।

উল্লেখ্য, উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামেই খেলা হবে ফাইনাল। লিগ পর্যায়ে মোট ২০টি এবং ২টি প্লে-অফ ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে। ডব্লিউপিএলের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল, এই ২টি স্টেডিয়ামে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন