ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমেই চার-ছক্কার ঝড় তুলতে অভ্যস্ত কিরণ নভগির। স্বাভাবিকভাবেই এমন বিরল প্রতিভার স্পটলাইট এসে পড়তে বিশেষ সময় লাগেনি। শুধুমাত্র বড়বড় ছক্কা মারার বিরল দক্ষতার জন্যই ভারতের মহিলা ক্রিকেট দলে জায়গাও পেয়ে যান তিনি। যদিও জাতীয় দলে এখনও নিজেকে প্রথমসারিতে তুলে আনতে পারেননি নাগাল্যান্ডের ২৮ বছর বয়সী এই ব্যাটার।
তবে উইমেন্স প্রিমিয়র লিগে তাঁর দল পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন না কেউই। নিলামে ইউপি ওয়ারিয়র্জ তাঁকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয়। ভুল জায়গায় যে বিনিয়োগ হয়নি, ডব্লিউপিএলের প্রথম ম্যাচেই সেটা বুঝে যায় লখনউ ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তোলেন নভগির। দাপুটে হাফ-সেঞ্চুরি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কিরণ।
গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নামেন কিরণ। ইনিংসের ২.১ ওভারে ওপেনার অ্যালিসা হিলি আউট হওয়ার পরে ক্রিজে আসেন তিনি। শেষমেশ ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন নভগির।
উল্লেখযোগ্য বিষয় হল, ব্যাট হাতে কিরণ যখন মাঠ মাতাচ্ছিলেন, টেলিভিশনের পর্দাতেও খেলা দেখার সুযোগ পায়নি তাঁর পরিবার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় যে, কিরণের পরিবারের লোকজন ছোট্ট মোবাইলের স্ক্রিনেই খেলা দেখেছিলেন।
রবিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শেষ ওভারের থ্রিলারে গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে দেয় ইউপি ওয়ারিয়র্জ। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে গুজরাট। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে। হার্লিন দেওয়ল ৪৬, অ্যাশলেই গার্ডনার ২৫, সাব্বিনেনি মেঘনা ২৪, দয়ালান হেমলতা ২১ ও সোফিয়া ডাঙ্কলি ১৩ রান করেন। ইউপি-র হয়ে ২টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও সোফি একলেস্টোন। ১টি করে উইকেট নেন অঞ্জলি সর্বানি ও তালিয়া ম্যাকগ্রা।
পালটা ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্জ ১৯.৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তুলে ম্যাচ জিতে যায়। নভগির ছাড়াও হাফ-সেঞ্চুরি করেন গ্রেস হ্যারিস। গ্রেস ৫৯ রান করে নট-আউট থাকেন। এছাড়া সোফি একলেস্টোন ২২ ও দীপ্তি শর্মা ১১ রানের যোগদান রাখেন। ৩৬ রানে ৫ উইকেট নিয়েও দলকে ম্যাচ জেতাতে পারেননি কিম গার্থ। ম্যাচের সেরা হন হ্যারিস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।