বিশ্ব ক্রিকেটে ইতিহাস তৈরি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম বর্ষের উইমেন্স প্রিমিয়র লিগ শুরু হতে চলেছে ৪ মার্চ। চলবে ২৬ মার্চ পর্যন্ত। আর এই টুর্নামেন্টের দামামা বেজে গিয়েছে। শনিবার এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টকে সহায্য করতে এগিয়ে এসেছে টাটা গ্রুপ। উইমেন্স প্রিমিয়র লিগের প্রধান স্পনসরের ভূমিকা পালন করছে তারা। আগামী পাঁচ বছর উইমেন্স প্রিমিয়র লিগের স্পনসর থাকবে তারা।
আর এই টুর্নামেন্টে শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ম্যাসকটের উদ্বোধন করেছে। এই ম্যাসকটটির নাম দেওয়া হয়েছে ‘শক্তি দ্য টাইগার’। সেই ম্যাসকটে দেখা যাচ্ছে এক বাঘিনীকে। বিসিসিআই সচিব জয় শাহ টুইটারে ম্যাসকটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক বাঘিনী ব্যাট হাতে মাঠে নেমেছে।
এই ম্যাসকটের সাহায্যে বোঝানো হয়েছে মেয়েদের এই টুর্নামেন্টে সব ক্রিকেটার নিজেদের সর্ব শক্তি দিয়ে খেলবে। ৩০ সেকেন্ডের এক ভিডিওতে আত্মপ্রকাশ করেছে ম্যাসকট ‘শক্তি’। উইমেন্স প্রিমিয়র লিগের গান ‘ইয়ে তো বাস শুরুয়াত হে' সঙ্গে আত্মপ্রকাশ করা হয়েছে তাঁকে। ‘শক্তি’ শব্দটি ভারত তথা বিশ্বের প্রাচীন শব্দ ও সংস্কৃত থেকে নেওয়া হয়েছে। শব্দের আরও এক অর্থ হল দেবী।
এই বছর উইমেন্স প্রিমিয়র লিগের সব ম্যাচ মুম্বইয়ে অনুষ্ঠিত হবে। পাঁচটি দল অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। এই বছর পাঁচটি দল থাকলেও আগামী বছরে তার সংখ্যা বাড়তে পারে বলে আগাম জানিয়ে রেখেছে ভারতীয় বোর্ড। পরের বছর থেকে আইপিএলের ধাঁচে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে বলে জানানো হয়েছে।
এখন শেষ মুহূর্তের তুলির টান দিতে ব্যস্ত প্রত্যেকে। দলগুলি নিজেদের প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছে। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। আর এই টুর্নামেন্ট ঘিরে যে উন্মাদনা দেখা দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স।