বাংলা নিউজ > ময়দান > WPL 2023: মুম্বইয়ের বোলিং কোচ ঝুলন, হেড কোচ নিয়োগেও চমক দিল MI

WPL 2023: মুম্বইয়ের বোলিং কোচ ঝুলন, হেড কোচ নিয়োগেও চমক দিল MI

WPL-এর জন্য কোচেদের নাম ঘোষণা করল MI। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার।

Women’s Premier League: উইমেন্স প্রিমিয়র লিগের নিলামের আগে কোচিং স্টাফ নিয়োগের কাজ সম্পন্ন করল মুম্বই ইন্ডিয়ান্স।

শেষমেশ সত্যি হল জল্পনা। দিল্লি নয়, আসন্ন উইমেন্স প্রিমিয়র লিগে মুম্বই ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফ হিসেবে দেখা যাবে ঝুলন গোস্বামীকে। মুম্বইয়ের বোলিং কোচ তথা মেন্টরের দায়িত্ব পালন করবেন ঝুলন।

ক'দিন আগে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে, তাঁরা ঝুলন গোস্বামীকে মহিলা দলের দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রস্তাব গ্রহণ করছেন না তিনি। ঝুলন সম্ভবত মুম্বইয়ে যোগ দেবেন।

প্রাক্তন বিসিসিআই সভাপতির দাবি যে ভুল নয়, সেটা বোঝা গেল রবিবার। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে মহিলা দলের জন্য নিযুক্ত কোচিং স্টাফদের নাম ঘোষণা করা হয়। প্রত্যাশা মতোই সেই বিজ্ঞপ্তিতে ঝুলনের নাম রয়েছে বোলিং কোচ হিসেবে।

মুম্বই হেড কোচ নিয়োগেও রীতিমতো চমক দেয়। তাঁরা দলের হেড কোচের দায়িত্ব তুলে দেয় ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন শার্লট এডওয়ার্ডসের হাতে। দলের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে দেবিকা পালশিকরকে। টিম ম্যানেজার নিযুক্ত হয়েছেন টিসি ভট্টাচার্য্য।

আরও পড়ুন:- IND vs AUS: সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা অজি শিবিরে! ভারতের বিরুদ্ধে প্রথম ২টি টেস্টে অনিশ্চিত তারকা পেসার

এডওয়ার্ডস শুধু ক্রিকেটার হিসেবে চূড়ান্ত সফল, এমনটাই নয়। তাঁর কোচিং কেরিয়ারও রীতিমতো ঝকঝকে। দ্য হান্ড্রেডে সাদার্ন ভাইপার্স ও সাদার্ন ব্রেভ দলের হেড কোচ ছিলেন এডওয়ার্ডস। উইমেন্স বিগ ব্যাশ লিগে কোচিং করিয়েছেন সিডনি সিক্সার্সকে। দুই দশকের ক্রিকেটার জীবনে শার্লট বিস্তর সাফল্য পেয়েছেন। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল ওয়ান ডে ও টি-২০ বিশ্বকাপ জিতেছে।

আরও পড়ুন:- দুর্দান্ত ফিনিশ! ৩ ওভারে দরকার ছিল ৩৮, দেখুন কীভাবে ঝড় তুলে পারথকে BBL চ্যাম্পিয়ন করলেন হবসন-কুপার: Video

শার্লট ইংল্যান্ডের হয়ে ২৩টি টেস্ট, ১৯১টি ওয়ান ডে ও ৯৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ১৬৭৬, ওয়ান ডে ক্রিকেটে ৫৯৯৩ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৬০৫ রান সংগ্রহ করেছেন তিনি। তিন ফর্ম্য়াট মিলিয়ে ৭৫টি আন্তর্জাতিক উইকেটও রয়েছে এডওয়ার্ডসের ঝুলিতে।

ঝুলনের সেই অর্থে কোচিং করানোর অভিজ্ঞতা নেই। তবে বাংলার মহিলা ক্রিকেট দলের মেন্টরের ভূমিকা পালন করেছেন তিনি। মহিলা ক্রিকেটের সর্বকালের সেরা বোলারদের মধ্যে অন্যতম ঝুলন। ক্রিকেটার জীবনে বিস্তর সাফল্য পলেও বিশ্বকাপের ট্রফি অধরা থাকে তাঁর। ঝুলন ভারতের হয়ে ১২টি টেস্ট, ২০৪টি ওয়ান ডে ও ৬৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি ২৫৫টি উইকেট রয়েছেন ঝুলনের ঝুলিতে। তিনি টেস্টে ৪৪টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫৬টি উইকেট নিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন