আজ, রবিবার, মহিলা টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে প্রতিযোগিতার সেরা দু’টো দল। দিল্লি এবং মুম্বই। তার আগে শনিবার মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত কৌর মুখ খুলেছেন ছোট বাউন্ডারি বিতর্ক নিয়ে।
ডব্লিউপিএলে বাউন্ডারির ছোট সীমানা একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যাটাররা খুব সহজেই বলকে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন। ব্রেবোর্ন এবং নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামের বাউন্ডারির দূরত্ব ছিল ৬০ মিটারের মধ্যে। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌরকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে, তিনি বলেছেন, ‘আমরা খেলোয়াড়রা কী বাউন্ডারির দড়ি লাগাই নাকি। যারা দড়ি লাগিয়েছে, তাদের জিজ্ঞেস করুন। এটা আমাদের হাতে নেই।’
আরও পড়ুন: ধোনির এখন যা বয়স… CSK-কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেডেন
তবে বাউন্ডারি ছোট হওয়ায় বাড়তি সুবিধা পেয়েছে দিল্লি ক্যাপিটালস। কারণ দিল্লি টিমে বেশ কয়েক জন বড় হিটার রয়েছেন। যেমন, শেফালি বর্মা (১২টি ছক্কা এবং ৩১টি চার), অ্যালিস ক্যাপসি (১০টি ছক্কা এবং ১৭টি চার), মারিজান ক্যাপ (৬টি ছক্কা এবং ১৬টি চার) এবং মেগ ল্যানিং (৬টি ছক্কা এবং ৪৫টি চার)। মুম্বইয়ের বিগ হিটারদের মধ্যে রয়েছেন হেইলি ম্যাথিউস (১০টি ছক্কা এবং ৩০টি চার) এবং ন্যাট সাইভার-ব্রান্ট (৬টি ছক্কা এবং ৪০টি চার)। মহিলা প্রিমিয়ার লিগের শীর্ষ ১৫জন বিগ-হিটারদের তালিকায় ছয় জনই রয়েছেন ফাইনালিস্ট দুই দলে।
আরও পড়ুন: বুমরাহ, পন্ত, শ্রেয়স, জেমিসন- IPL শুরুর আগেই গুচ্ছ প্লেয়ারের চোট, সমস্যায় কোন কোন দল
দিল্লির ওপেনিং জুটির দুই তারকা ব্যাটারই বিধ্বংসী হয়ে উঠতে পারেন ফাইনালে। কারণ মেগ ল্যানিং এবং শেফালি বর্মা দু'জনেই বিগ হিটার। হরমনপ্রীত যে কারণে বলেছেন, ‘পুরো প্রতিযোগিতায় সেরা ওপেনিং জুটি হল দিল্লির মেগ ল্যানিং এবং শেফালি বর্মা। আমাদের বিরুদ্ধে ওরা রানও পেয়েছে।’ ল্যানিংয়ের আট ম্যাচে সংগ্রহ ৩১০ রান। স্ট্রাইক রেট ১৪১। শেফালির আট ম্যাচে সংগ্রহ ২৪১, স্ট্রাইক রেট ১৮২।
এর সঙ্গেই হরমন যোগ করেছেন, ‘আমরা জানি, ল্যানিং আর শেফালি কতটা বিধ্বংসী হতে পারে। তবে আমাদেরও পরিকল্পনা তৈরি। আশা করি, সেই পরিকল্পনা কাজে দেবে।’
মুম্বই অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, তাঁর দলের ক্রিকেটারেরা বেশ চনমনে হয়ে আছেন ফাইনালের আগে। তাঁর দাবি, ‘আমাদের দলে অনেক নেতা আছে। যারা নিজেদের দেশের অধিনায়ক বা সহ-অধিনায়ক। ওরা থাকায় দলের পরিবেশটা আরও ভাল হয়ে উঠেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।