মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শুক্রবার উইমেন্স প্রিমিয়র লিগে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ইউপি ওয়ারিয়র্স। এই ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফের হারের মুখ দেখে। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি করে ১৩৮ রান। ইউপি ১৩ ওভারে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে নেয়।
এই নিয়ে টানা ৪ ম্যাচে হারের মুখ দেখল আরসিবি। চার ম্যাচের হারের পর আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা খেলার শেষে বলেন, ‘শুক্রবারের ম্যাচে পরাজিত হওয়ার জন্য আমিও দায়ী। আমরা শুরু করি ভালোভাবে। কিন্তু তারপরই আমরা অনেক উইকেট হারিয়ে ফেলি। আর এর জন্যই স্কোরবোর্ডে রান তুলতে পারিনি।’
ইউপি ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচ জয়ের পিছনে অবদান রয়েছে ওপেনার অ্যালিসা হিলির। তিনি ৪৭ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন। এর সঙ্গে তাঁকে যোগ্য সঙ্গ দেন দেবিকা বৈদ্য। তিনি ৩১ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন।
আরসিবি এর আগে মুম্বই, দিল্লি এবং গুজরাটের বিরুদ্ধে হারের মুখ দেখে। আরসিবির হয়ে ভালো রান করেছেন এলিসা পেরি। তিনি ৩৯ বলে করেন ৫২ রান। আর সোফি ডিভাইন করেন ৩৬ রান। ইউপির সোফি একলেস্টোন ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। অপরদিকে, দীপ্তি শর্মা ২৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
এই ম্যাচ হারের পর আরসিবি অধিনায়ক নিজেদের পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমরা পরিকল্পনা করি এই ম্যাচে প্রতি ওভারে ৭-৮ রান নেওয়ার চেষ্টা করব। কিন্তু তা আর করা হয়ে ওঠেনি। টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাদের ভালো ব্যাটিং করতে হবে।’ এছাড়াও তিনি আরও বলেন, ‘আমরা প্রায় সব প্লেয়ারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তাদেরকে উদ্বুদ্ধ করেছি। তারা যাতে ভালোভাবে খেলতে পারে সেই জন্য অনেকটা উৎসাহ দিয়েছি। আমরা একটি ভারসাম্যপূর্ণ দল পেতে চেষ্টা করছি যা আমাদের একটি ম্যাচ জেতাতে পারে।'
ভারতের সহঅধিনায়ক যোগ করেন, ‘অনেক ক্রিকেটার আমাদের কাছে রয়েছে এবং একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে আমরা আগেও এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু নিজেদের ভুলগুলো নিজেদেরকেই সংশোধন করতে হবে।’
ইউপি ওয়ারিয়র্সের অ্যালিসা হিলি বলেন, ‘আমরা এই পিচে আরসিবিকে ১৪০ রানের মধ্যে রাখতে চেয়েছিলাম। আমাদের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে। ওদের এই পারফরম্যান্সে আমি সত্যি খুব খুশি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।