বাংলা নিউজ > ময়দান > WPL 2023: ভোল পালটাল WPL! 'মানিকে মাগে হিথে'-তে নাচ মিতালির, ভাইরাল স্মৃতিরও নাচের ভিডিয়ো

WPL 2023: ভোল পালটাল WPL! 'মানিকে মাগে হিথে'-তে নাচ মিতালির, ভাইরাল স্মৃতিরও নাচের ভিডিয়ো

মিতালি রাজ এবং স্মৃতি মন্ধানা। (ছবি সৌজন্যে, টুইটার @GujaratGiants এবং ইনস্টাগ্রাম smriti_mandhana)

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগ শুরুর আগে শ্রীলঙ্কার জনপ্রিয় গায়িকা ইয়োহানির তুমুল ভাইরাল গান 'মানিকে মাগে হিথে'-র গানে মিতালি রাজকে নাচতে দেখা গিয়েছে। একটি বিজ্ঞাপনে কোমর দোলাতে দেখা গিয়েছে স্মৃতি মন্ধানাকেও।

হাতে মাত্র কয়েকটি দিন পড়ে আছে। তারপর শুরু হবে উইমেন্স প্রিমিয়র লিগ। তারইমধ্যে মিতালি রাজের নাচের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। শ্রীলঙ্কার জনপ্রিয় গায়িকার গানে তাঁকে নাচতে দেখা গিয়েছে। সেইসঙ্গে একটি সংস্থার বিজ্ঞাপনে ভারতীয় দলের তারকা স্মৃতি মন্ধানাও কোমর দুলিয়েছেন। যে দুটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আগামী ৪ মার্চ থেকে উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে। তার আগে আজ গুজরাট জায়েন্টসের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ওই ভিডিয়োয় শ্রীলঙ্কার জনপ্রিয় গায়িকা ইয়োহানির তুমুল ভাইরাল গান 'মানিকে মাগে হিথে'-র গানে মিতালিকে নাচতে দেখা গিয়েছে। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘যখন আমি অনুভব করেন যে এটা উইমেন্স প্রিমিয়ার লিগের মাস।’ ওই ভিডিয়োয় মিতালিকেও ট্যাগ করা হয়।

আরও পড়ুন: WPL 2023 Anthem: ‘ইয়ে তো বস শুরায়াত হ্যায়’, শুরুতেই হিট WPL-এর থিম গান! শুনে নিন এখান থেকে

যথেষ্ট লাজুক মিতালির সেই নয়া অবতারে মজেছে নেটপাড়া। এক নেটিজন তো বলেন, 'ক্রিকেট মাঠের মতো নাচের ক্ষেত্রেও মিতালির দুর্দান্ত ফুটওয়ার্ক দেখা যাচ্ছে।' অপর একজন আবার বলেন, 'উইমেন্স প্রিমিয়র লিগের জন্য আপনাকে (মিতালি) শুভেচ্ছা জানাচ্ছি। মিতালি রাজ আপনাকে মাঠে অত্যন্ত মিস করি।' এক নেটিজেন আবার বলেন, ‘উনি মিতালি নাকি মিঠুন (ডিসকো ডান্সার মিঠুন চক্রবর্তী, যিনি নাচের জন্য বিখ্যাত)?’

তারইমধ্যে ভারতীয় দলের সহ-অধিনায়ক তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলা দলের অধিনায়ক স্মৃতিরও একটি নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একটি ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপনে কোমর দুলিয়েছেন স্মৃতি। অনেকেই ভারতের সহ-অধিনায়কের নাচে মুগ্ধ হয়েছেন। তবে কেউ কেউ আবার আক্রমণ শানাতে ছাড়েননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার বিষয়টি নিয়ে স্মৃতিকে আক্রমণ শানান নেটিজেনদের একাংশ। ভারত হেরে যাওয়ার পরও কেন কোমর দুলিয়েছেন, তা নিয়ে যত আপত্তি নেটিজেনদের ওই অংশের।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন