বাংলা নিউজ > ময়দান > WPL 2023: বল রিচার ব্যাটে লাগলেও আল্ট্রাএজে ধরা পড়ল না ‘স্পাইক’- বিস্মিত হরমন

WPL 2023: বল রিচার ব্যাটে লাগলেও আল্ট্রাএজে ধরা পড়ল না ‘স্পাইক’- বিস্মিত হরমন

রিচার ব্যাটে বল লাগলেও ধরা পড়ল আল্ট্রাএজে।

রিপ্লেতে দেখাও যায়, বল রিচার ব্যাটের কানাতে লেগে দিক পরিবর্তন করেছে। তবে আল্ট্রাএজে কোনও রকম ‘স্পাইক’ ধরা পড়েনি। যা দেখে বিস্মিত হয়ে যান হরমনপ্রীত কাউর। তিনি যেন ভেবেই পাচ্ছিলেন না, এটা কী করে সম্ভব হল?

শুভব্রত মুখার্জি: চলতি মহিলা প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত ভাবে করেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দু'টি ম্যাচের দু'টিতেই তারা জিতেছে। দু'টি ম্যাচেই অনায়াস জয় পেয়েছে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রেবোর্ন স্টেডিয়ামে মুম্বই মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি। আরসিবির ইনিংসেই ঘটে এক অদ্ভূত ঘটনা। রিচা ঘোষের বিরুদ্ধে ‘কট বিহাইন্ডের’ একটি আবেদন করেছিল মুম্বই টিম। তারা কার্যত নিশ্চিত ছিল আউট হয়েছেন রিচা। কিন্তু আল্ট্রাএজে ধরা পড়ে না কোন 'স্পাইক। যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত কাউর। তাঁর প্রতিক্রিয়া মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: ম্যাথিউস-সাইভার ঝড়ে উপড়ে গেল আরসিবি, ৯ উইকেটে বড় জয় মুম্বইয়ের

রিপ্লেতে দেখাও যায়, বল রিচার ব্যাটের কানাতে লেগে দিক পরিবর্তন করেছে। তবে আল্ট্রাএজে কোনও রকম ‘স্পাইক’ ধরা পড়েনি। যা দেখে বিস্মিত হয়ে যান হরমনপ্রীত কাউর। তিনি যেন ভেবেই পাচ্ছিলেন না, এটা কী করে সম্ভব হল? দু'হাত তুলে তাঁর চোখে মুখে ধরা পড়ে হতবাক হওয়ার স্পষ্ট ছাপ। সাধারণত বল ব্যাট বা প্যাডের কানায় লাগলে তার স্পাইক স্পষ্ট ভাবেই ধরা পড়ে আল্ট্রাএজে। যেটা এক্ষেত্রে হয়নি। ফলে রিচাকে নট আউট দেন আম্পায়ার।

আরও পড়ুন: যেখানে ৪ বিদেশি খেলানোর ‘নিয়ম’, সেখানে কী করে ৫ জনকে খেলাল DC?

আরসিবির ব্যাটিংয়ের সময়ে ইনিংসের অষ্টম ওভারে ঘটে ঘটনাটি। আরসিবি প্রথমে ব্যাট করে ১৫৫ রানে অলআউট হয়ে যায়। ক্যারিবিয়ান অলরাউন্ডার হেইলি ম্যাথিউস তিনটি উইকেট নেন। আরসিবির হয়ে অধিনায়ক স্মৃতি মন্ধানা ১৭ বলে ২৩ রান করেন। এ ছাড়া কনিকা আহুজা (২২), শ্রেয়াঙ্কা পাটিল (২৩), মেগান শুট (২০) ব্যাট হাতে কিছুটা লড়াই করেন। রিচা ঘোষ ২৬ বলে ২৮ রান করেন। তিনটি চার এবং একটি ছয় হাঁকানোর পরে তিনি হেইলি ম্যাথিউজের বলেই আউট হন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ১৪.১ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাথিউজ ৩৭ বলে ৭৭ রানের অপরাজিত একটি অনবদ্য ইনিংস উপহার দেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ন্যাট সাইভার ২৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন