বাংলা নিউজ > ময়দান > WPL 2023: অন্ধকারে ডুবে যাওয়া RCB-তে আনলেন সৌভাগ্য, বিরাটের টনিকের পর প্রথম জয় স্মৃতিদের

WPL 2023: অন্ধকারে ডুবে যাওয়া RCB-তে আনলেন সৌভাগ্য, বিরাটের টনিকের পর প্রথম জয় স্মৃতিদের

বিরাট কোহলির ভোকাল টনিক, আপ্লুত হয়ে শুনছেন আরসিবির তরুণরা। (ছবি সৌজন্যে RCB)

WPL 2023: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা হেথার নাইট বলেন, 'আজ (বুধবার) বিকেলে বিরাট কোহলির সঙ্গে কথা হয়। আজ বিকেলে টিম রুমে আসে। আরসিবির (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) সব খেলোয়াড়দের সঙ্গে কথা বলে। খুব ভালোভাবে কথা হয়। ও আমাদের সকলকে অনুপ্রেরণা জোগায়।'

তখনও উইমেন্স প্রিমিয়ার লিগে আসেনি একটা জয়ও। টানা পাঁচটি ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে। সেই পরিস্থিতিতে ইউপি ওয়ারির্সের ম্যাচের আগে স্মৃতি মন্ধানা-সহ পুরো রয়্যাল চ্যালেঞ্জার্স (আরসিবি) ব্রিগেডকে উদ্বুদ্ধ করে যান বিরাট কোহলি। হয়ত ২০১৬ সালের সেই কামব্যাকের কথা বলে স্মৃতিদের চাঙ্গা করেন। আর বিরাটের সেই টনিকের প্রভাব পড়ল মাঠে। প্রথমবার উইমেন্স প্রিমিয়ার লিগে জিতল আরসিবি। অন্যদিকে, মেগ ল্যানিং ব্রিগেডের সঙ্গে দেখা করেন দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ।

বুধবার উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপির বিরুদ্ধে ম্যাচের মধ্যেই সরকারি সম্প্রচারকারী সংস্থায় আরসিবির তারকা হেথার নাইট ফাঁস করে দেন যে দুপুরে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বিরাট। যিনি আইপিএলের শুরু থেকে আরসিবিতে আছেন। ইংল্যান্ড তথা আরসিবির তারকা বলেন, 'আজ (বুধবার) বিকেলে বিরাট কোহলির সঙ্গে কথা হয়। আজ বিকেলে টিমরুমে আসে। আরসিবির (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) সব খেলোয়াড়দের সঙ্গে কথা বলে। খুব ভালোভাবে কথা হয়। ও আমাদের সকলকে অনুপ্রেরণা জোগায়।'

আরও পড়ুন: WPL 2023: চিকনি চামেলিতে নেচে ঝড় তুললেন জেমিমারা, গাইলেন টিম অ্যানথেম, দেখুন দিল্লিওয়ালিদের হুল্লোড়ের ভিডিয়ো

এমনিতে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের আরসিবিকে অন্যতম ফেভারিট দল বলা হলেও প্রথম পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারেননি মন্ধানা, রিচা ঘোষ, এলিস পেরিরা। প্রথম পাঁচটি ম্যাচেই হেরে যায় আরসিবি। সেই পরিস্থিতিতে উইমেন্স প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে ইউপির বিরুদ্ধে নামে। প্রথমে বল করে অ্যালিসা হিলিদের ১৩৫ রানে আটকে রাখে। ১৯.৩ ওভারে অল-আউট হয়ে যায় ইউপি। চার ওভারে ১৬ রানে তিনটি উইকেট নেন পেরি। দুটি করে উইকেট পান সোফি ডিভাইন এবং শোভানা আশা। একটি করে উইকেট পান মেগন শ্যুট এবং শ্রেয়াঙ্কা পাটিল। সেই রান তাড়া করতে রিচা ঘোষ এবং কণিকা আহুজার উপর ভর করে দু'ওভার বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে গিয়েছে আরসিবি।

আরও পড়ুন: WPL 2023: লিগের প্রথম ৫টি ম্যাচ হেরে চাপে মন্ধানারা, কোন অঙ্কে নকআউটে উঠতে পারে RCB

ল্যানিংয়ের সঙ্গে দেখা ওয়ার্নারের

শেফালি বর্মা, ল্যানিংদের সঙ্গে দেখা করেন ওয়ার্নার। যিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলেন। সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা মার্শ। যাঁরা আপাতত ভারতের বিরুদ্ধে পুরুষদের একদিনের সিরিজ খেলতে ভারতে আছেন অজিরা। যে সিরিজে আগামী শুক্রবার (১৭ মার্চ) থেকে শুরু হবে। সেই সিরিজের পরেই আইপিএল শুরু হতে চলেছে। তার আগে দিল্লির মেয়েদের সঙ্গে দেখা করেন ওয়ার্নার। উল্লেখ্য, উইমেন্স প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে আছে দিল্লি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন
Live Score