জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করলেও কিরণ নভগিরের এখনও কোনও ব্যাট স্পনসর নেই। ভারতীয় দলে জায়গা পাকা না করলে নাগাল্যান্ডের কোনও মহিলা ক্রিকেটারের কোনও ব্যাট স্পনসর থাকবে, এতটা আশা করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি এদেশে। তবে স্পনসরহীন ব্যাট নিয়েও উইমেন্স প্রিমিয়র লিগে আবির্ভাবেই কিরণ যে রকম পারফর্ম্যান্স উপহার দেন, চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট।
রবিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন কিরণ। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, কিরণের মারকাটারি ব্য়াটিংয়ের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের চোখ আটকায় তাঁর ব্যাটে।
কিরণের ব্যাটে কোনও স্পনসর নেই। তবে তাতে পেন দিয়ে লেখা এমএসডি ০৭। নভগির যে ধোনির অন্ধ ভক্ত, সেটা এতদিনে সবার জানা। তিনি নিজেই জানিয়েছেন, যখন ক্রিকেট বুঝতেন না, তখন থেকেই ধোনিকে অনুসরণ করেন। ধোনির মতো ছক্কা মারতে চান বলেই ক্রিকেট ব্যাট হাতে তোলেন তিনি। নভগির উইমেন্স প্রিমিয়র লিগের মঞ্চে নিজের আদর্শকে ঠিক এভাবেই কুর্নিশ জানান, যা দেখে যারপরনাই আপ্লুত ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন:- IND vs AUS: কামিন্স নাকি স্মিথ, শেষ টেস্টে ক্যাপ্টেন কে? জানিয়ে দিল অস্ট্রেলিয়া
তবে ম্যাচের পরে আরও একটি বিষয় মন কাড়ে ক্রিকেটপ্রেমীদের। নভগিরের পাশাপাশি রবিবারের ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন অজি অল-রাউন্ডার গ্রেস হ্যারিস। তিনি ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ইউপি ওয়ারিয়র্জকে ম্যাচ জিতেয়ে মাঠ ছাড়েন হ্যারিস। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ম্যাচ জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সঙ্গে নভগিরের ব্যাট স্পনসর জোগাড় করে দেওয়ার অনুরোধও জানান হ্যারিস। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে হ্যাশট্যাগে লেখেন 'গেট কিরণ এ ব্যাট স্পনসর'।
উইমেন্স প্রিমিয়র লিগের নিলামে ইউপি ওয়ারিয়র্জ কিরণ নভগিরকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয়। ভুল জায়গায় যে বিনিয়োগ হয়নি, ডব্লিউপিএলের প্রথম ম্যাচেই সেটা বুঝে যায় লখনউ ফ্র্যাঞ্চাইজি। উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার ব্যাট হাতে কিরণ যখন মাঠ মাতাচ্ছিলেন, টেলিভিশনের পর্দাতেও খেলা দেখার সুযোগ পায়নি তাঁর পরিবার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় যে, কিরণের পরিবারের লোকজন ছোট্ট মোবাইলের স্ক্রিনেই খেলা দেখেছিলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।