বাংলা নিউজ > ময়দান > Sangram Singh on Arshad Nadeem:আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ

Sangram Singh on Arshad Nadeem:আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ

পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। (REUTERS)

ভারতীয় বক্সার সংগ্রাম সিং-এর সঙ্গে অলিম্পিক্সের আগে সাক্ষাৎ হয়েছিল পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের। তিনি বলেন, সেই সময় নাদিম জানান প্র্যাকটিসে ৯৫ মিটার দূরত্ব অতিক্রম করছে তাঁর থ্রো। অবাক হয়েছিলেন শুনে, জানিয়েছিলেন নীরজকে। 

পাকিস্তান ক্রীড়া জগতে বর্তমানে সবচেয়ে চর্চিত নাম আরশাদ নাদিম। হবেই না বা কেন! তিনি যে দেশকে অলিম্পিক্সে সোনা এনে দিয়েছেন। এই জ্যাভলিন থ্রোয়ার অলিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন থ্রো করেন নাদিম।  এবার তাঁকে নিয়ে এক বিস্ময়কর গল্প শোনালেন ভারতীয় বক্সার সংগ্রাম সিং। তিনি জানান, প্যারিস অলিম্পিক্সের আগে দুবাইয়ে নাদিমের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর। তখন  নাদিম জানিয়েছিলেন, এখন প্র্যাক্টিসে ৯৫ মিটার থ্রো করছেন তিনি। 

আরশাদ নাদিম পাকিস্তানের দীর্ঘদিনের অলিম্পিক্সের পদক খরা কাটিয়ে ছিলেন। একক দক্ষতায় জ্যাভলিনে চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে পরাজিত করে প্যারিস ২০২৪ অলিম্পিক্সে সোনার পদক জয় করেছিলেন তিনি। নাদিম প্রথম পাকিস্তানি অ্যাথলিট হিসাবে সোনা জয় করেন। এই বিষয়ে বলতে গিয়ে  একটি পডকাস্টে ভারতীয় বক্সার সংগ্রাম সিং জানান, ‘আমার সঙ্গে দুবাইতে নাদিমের দেখা হয়েছিল। বলেছিল আজকাল তিনি ৯৫ ছুঁয়ে ফেলছে। আমি অবাক হয়ে গেছিলাম, ওঁর অ্যাকশন তো নরমাল ছিল। আমি তারপর নীরজকে ম্যাসেজ পাঠিয়ে বিষয়টা জানিয়েছিলাম। নাদিম খুব নম্র স্বভাবের এবং এই বছর তিনি পদক না জিতলে হয়তো ভেঙে পড়তেন’।

সংগ্রাম সিং দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে নীরজ চোপড়ার থেকে এগিয়ে রয়েছে আরশাদ নাদিম। তিনি বলেন, ‘যদি কোনও চোট না থাকে তবে জ্যাভলিন থ্রোয়ে আরশাদ নীরজের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। নীরজ এখনও পর্যন্ত ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারেননি। আরশাদ কমনওয়েলথ গেমসেও ৯০ মিটার দূরত্ব ছুঁয়েছিল এবং অলিম্পিক্সেও তিনি রেকর্ড তৈরী করেছেন। এবার নীরজকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত ৫-৬ মিটার দূরত্ব অতিক্রম করার জন্য’। প্রসঙ্গত, ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ব্রাশেলসের ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেন। সেখানেও এবার চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হন তিনি।  রানার্স আপ হয়ে শেষ করেছেন টুর্নামেন্ট। যদিও চোট ছিল নীরজের, তারপরেও ৮৭.৫৬ মিটার দূরত্বে থ্রো করেন তিনি। প্রথম হয়েছেন গ্রানাডার পিটার অ্যান্ডারসন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.