বাংলা নিউজ > ময়দান > দল থেকে বাদ দেওয়ার পর সাংবাদিকের 'হুমকি', রেগে গেলেন শান্ত স্বভাবের ঋদ্ধিও

দল থেকে বাদ দেওয়ার পর সাংবাদিকের 'হুমকি', রেগে গেলেন শান্ত স্বভাবের ঋদ্ধিও

সরকারিভাবে কোনও কারণ না দেখিয়েই ঋদ্ধিমান সাহাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এক সাংবাদিকের বিরুদ্ধে 'হুমকি' দেওয়ার অভিযোগ তুললেন ঋদ্ধি। (ছবি সৌজন্যে এএফপি এবং টুইটার)

সেই ‘হুমকির’ স্ক্রিনশট দিয়েছেন ঋদ্ধি। যিনি অত্যন্ত শান্ত স্বভাবের বলে পরিচিত। ময়দানের পুরনো লোকজনও সহজে মনে করতে পারেন না, কবে তাঁরা ঋদ্ধিকে রাগতে দেখেছেন।

সরকারিভাবে কোনও কারণ না দেখিয়েই ঋদ্ধিমান সাহাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এক সাংবাদিকের বিরুদ্ধে 'হুমকি' দেওয়ার অভিযোগ তুললেন ঋদ্ধি। সেই সাংবাদিকের নাম অবশ্য প্রকাশ করেননি ভারতীয় তারকা।

শনিবার রাতের দিকে টুইটারে একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন ঋদ্ধি। সঙ্গে লিখেছেন, 'ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এরকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।' 

কী আছে সেই স্ক্রিনশটে?

রাত ১০ টা ১৮ মিনিটে পাঠানো হোয়্যাটসঅ্যাপ মেসেজে ঋদ্ধিকে ওই ব্যক্তি বলেছেন, 'আমার সঙ্গে একটা ইন্টারভিউ কর। (তোমার জন্য) ভালো হবে।' এক মিনিট পরেই আরও একটি মেসেজ এসেছে। তাতে বলা হয়েছে, 'ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সবথেকে বেশি সাহায্য করতে পারবে।' 

তবে সেখানেই শেষ হয়নি ‘হুমকি'। রাত ১০ টা ৪৩ মিনিটের একটি মেসেজে বলা হয়েছে, 'তুমি ফোন করলে না। আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি একেবারে সহজে অপমান মেনে নিই না এবং এটা আমি মনে রাখব। এটা তোমার করা উচিত হয়নি।' তারইমধ্যে ঋদ্ধির পোস্ট করা স্ক্রিনশটে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হোয়্যাটসঅ্যাপ কলের বিষয়টি ধরা পড়েছে। যা মিসড কল হয়ে গিয়েছিল।

সেই ‘হুমকির’ স্ক্রিনশট পোস্ট করলেও কোনও সাংবাদিকের নাম প্রকাশ করেননি ঋদ্ধি। যিনি বরাবর অত্যন্ত শান্ত স্বভাবের বলে পরিচিত। ময়দানের পুরনো লোকজনও সহজে মনে করতে পারেন না, কবে তাঁরা ঋদ্ধিকে রাগতে দেখেছেন। সেই পরিস্থিতিতে ঋদ্ধিকে ‘হুমকি’ দেওয়ায় নেটিজেনরা ক্ষোভপ্রকাশ করেছেন। তাঁরা অবিলম্বে ওই সাংবাদিকের নাম প্রকাশ করার আর্জি জানিয়েছেন। যদিও এখনও কারও নাম প্রকাশ করেননি ঋদ্ধি। যাঁরা ঋদ্ধিকে চেনেন, তাঁদের মতে, ঋদ্ধি সেই কাজটা করবেন না। 

এমনিতে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের যে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, তা থেকে ঋদ্ধিকে বাদ দেওয়া হয়েছে। তাঁকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ম্যাচে সুযোগ পাননি। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে লড়াকু অর্ধশতরান করেছিলেন। যেখানে অধিকাংশ ব্যাটাররা ব্যর্থ হয়েছিলেন, সেখানে চোট নিয়েও রান করেছিলেন ঋদ্ধি। যদিও ঋদ্ধিকে বাদ দেওয়া নিয়ে একই যুক্তি খাড়া করেছেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান। ঋদ্ধির পরিবর্তে ভারতীয় দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন কেএস ভরত।

৩৭ বছরের ঋদ্ধিকে বয়সের কারণে বাদ দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে মুখ খুলতে চাননি জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। তিনি জানান, বয়স তো একটা বিষয়। একটা সময় পরে তরুণদের সুযোগ দিতে হয়। কিন্তু কারও জন্য ভারতীয় দলের দরজা বন্ধ করা হয়নি।

তাহলে কোন ভিত্তিতে ঋদ্ধিকে বাদ দেওয়া হয়েছে? তা নিয়ে নির্বাচক কমিটির প্রধান বলেন, 'কোনও ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে, সেটা তো আমি আপনাদের বলতে পারব না। সেটা আলোচনা করেছে নির্বাচক কমিটি। আমি শুধু এটা বলতে পারি যে ওই চারজনকে শ্রীলঙ্কা সিরিজের জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। আমরা তাদের অনুরোধ করেছি। আমি সকলের সঙ্গে কথা বলেছি। ওদের রঞ্জি ট্রফিতে খেলার অনুরোধ জানিয়েছি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরাও দেখতে চাই যে এতদিন ম্যাচ না খেলার পর খেলোয়াড়রা কতটা ছন্দে আছে। রঞ্জি ট্রফি তো আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসার ক্ষেত্রে একটা মই।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে? সুখবর পেতে পারেন? জানুন ২৪ এপ্রিল বুধবারের রাশিফল মালদায় আম বাগানের একী হাল! তবে কি এবার মিলবে না? দাম কেমন হবে?খোঁজ নিল HT Bangla কৃষ্ণনগরের ছেলে-শান্তিপুরের মেয়ে, দ্বৈপায়ন-পায়েলের যুগলবন্দি দেখে মুগ্ধ সৌরভ মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে মারধর, ভাঙচুর করা হল দোকান বিনয় তামাংকে বহিষ্কার করল কংগ্রেস, টানা ৬ বছরের জন্য সরিয়ে দিল পাহাড়ি নেতাকে ‘শীতলকুচি… বিএসএফ কার কথায় গুলি চালিয়েছিল?’ বীরভূমে কাকে খোঁচা মমতার? ২০১৯-এর তুলনায় ২০২৪-এ ১ম দফায় ভোটের হার কমেছে, বাড়ানোর লক্ষ্যে নয়া কৌশল EC-র ৬০০০ ধাপ পেরিয়ে মাউন্ট তাইশানে উঠতে গলদঘর্ম চিনের মানুষ, ভাইরাল ভিডিয়ো আমন্ত্রণপত্রের সঙ্গে বিশেষ উপহার, কৌশাম্বিকে বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত 'বেশি অন্তরঙ্গতা...' মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা সত্যজিতের কালজয়ী সাক্ষাৎকার

Latest IPL News

বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.