বাংলা নিউজ > ময়দান > WTC 2023 Final: ঋদ্ধির নাম নিয়ে আলোচনাই হয়নি- যতই ভালো খেলুন বাংলার কিপার,বাতিলের খাতায় GT তারকা

WTC 2023 Final: ঋদ্ধির নাম নিয়ে আলোচনাই হয়নি- যতই ভালো খেলুন বাংলার কিপার,বাতিলের খাতায় GT তারকা

ঋদ্ধিমান সাহা।

অন্তর্বর্তী প্রধান নির্বাচক প্রধান শিব সুন্দর দাসের অধীনে বিসিসিআই-এর নির্বাচক কমিটি ইশানকেই সমর্থন করে। বর্ডার-গাভাসকর ট্রফিতেও ব্যাক-আপ উইকেটকিপার হিসেবেও ইশানকে দলে রাখা হয়েছিল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বিসিসিআই-এর নির্বাচক কমিটি সোমবার কেএল রাহুলের জায়গায় ইশান কিষাণকে দলে নিয়েছে। রাহুল চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘরের মাঠের ম্যাচে ফিল্ডিং করার সময়ে তাঁর ডান উরুতে চোট পেয়েছিলেন। যে কারণে আইপিএল থেকে শুধু ছিটকেই যাননি, পাশাপাশি পরের মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন।

অনেক বিশেষজ্ঞই দাবি করেছিলেন যে, অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে দলে নিলেই ভালো হবে। কারণ উইকেটকিপার হিসেবে ঋদ্ধি দুরন্ত। কিন্তু ঋদ্ধির বদলে ইশানকে দলে নেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া ক্ষোভ উগরে চলেছে। তবে সম্প্রতি একটি প্রতিবেদন ব্যাখ্যা করা হয়েছে, কেন বিসিসিআই ঋদ্ধির বদলে ইশানকে দলে নিল।

আরও পড়ুন: অস্বস্তি নিয়ে খেলছিল আর্চার, তার ফল ভালো হচ্ছিল না- রোহিতদের শিবির ছাড়তেই জোফ্রা নিয়ে সোজাসাপটা ECB

২০২১ সালের ডিসেম্বরে ওয়াংখেড়ে টেস্টে শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ঋদ্ধি। তবে এই মরশুমের আইপিএলে ঋদ্ধির সাম্প্রতিক পারফরম্যান্স বেশ চিত্তাকর্ষক। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহুলের পরিবর্তে ঋদ্ধিকে নেওয়া হতে পারে বলে সকলেই মনে করেছিল। এ রকম দাবিও তুলেছিলেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নির্বাচকেরা অভিজ্ঞতার ভিত্তিতে অজিঙ্কা রাহানেকে দলে ফেরানোর পর আশা করা হয়েছিল, একই কারণে দলে সুযোগ পাবেন ঋদ্ধিও। তবে সে রকম কিছুই হল না।

আরও পড়ুন: দল হারলেও ইডেনে গব্বরের দাদাগিরি, হাফসেঞ্চুরি করে কোহলির নজির স্পর্শ করলেন শিখর

অন্তর্বর্তী প্রধান নির্বাচক প্রধান শিব সুন্দর দাসের অধীনে বিসিসিআই-এর নির্বাচক কমিটি ইশানকেই সমর্থন করে। বর্ডার-গাভাসকর ট্রফিতেও ব্যাক-আপ উইকেটকিপার হিসেবেও ইশানকে দলে রাখা হয়েছিল। একটি প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে, পিটিআই দাবি করেছে, বিসিসিআই-এর নির্বাচক কমিটি দ্বিতীয় উইকেটকিপারের জন্য কখনও-ই আলোচনার সময়ে ঋদ্ধিমান সাহার নামও নেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, ‘ইশান কিষাণ বর্ডার-গাভাসকর ট্রফির জন্য মনোনীত দ্বিতীয় কিপার ছিলেন। ঋদ্ধিমান সাহার বিষয়ে কোনও আলোচনাই হয়নি।’

এক বছর আগে ৩৯ বছরের ঋদ্ধি স্বীকার করেছিলেন যে, ভারতীয় দলে তাঁর ফেরার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। স্পোর্টস তককে দেওয়া এক সাক্ষাৎকারে এই উইকেটরক্ষক-ব্যাটার বলেছিলেন, ‘মনে করবেন না যে, আমি আর ভারতের হয়ে নির্বাচিত হব। কোচ এবং প্রধান নির্বাচকেরা আমাকে জানিয়েও দেন। ওঁরা যদি আমাকে নির্বাচন করতে চাইতেন, তবে আমার আইপিএলের পারফরম্যান্সের পর আমি ইংল্যান্ড দলের অংশ হতাম। যাইহোক আমি শুধু ক্রিকেট খেলা নিয়েই চিন্তিত। যতক্ষণ ভালো লাগছে, ততক্ষণ চালিয়ে যাব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.