বাংলা নিউজ > ময়দান > WTC Final: ২ বছর আগেও সাউদাম্পটনে পেয়েছিলেন বড় সাফল্য, মনে করালেন শামি

WTC Final: ২ বছর আগেও সাউদাম্পটনে পেয়েছিলেন বড় সাফল্য, মনে করালেন শামি

বিরাট কোহলি ও মহম্মদ শামি (ছবি:রয়টার্স) (Action Images via Reuters)

সাউদাম্পটন তাঁর কাছে খুবই লাকি। ২০২১ সালের সাফল্যের মাঝেই ২০১৯ সালের কথা মনে করালেন শামি।

সাউদাম্পটন তাঁর কাছে খুবই লাকি। যখনই এই মাঠে বল করতে নামেন, তখনই পারফরমেন্স ভাল হয় মহম্মদ শামির। এই সাউদাম্পটনে প্রচুর ইতিহাস রয়েছে তাঁর। বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন এই মাঠেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও দুরন্ত পারফরমেন্স করেছেন। সাউদাম্পটনের পঞ্চম দিনের ম্যাচের পরে নিজের টুইটারে মাঠ নিয়ে নিজের স্মৃতিকে সকলের সঙ্গে ভাগ করে নিলেন মহম্মদ শামি।  

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ভারতের হয়ে দুরন্ত বোলিং করেছিলেন মহম্মদ শামি। ২৬ ওভার বল করে ৭৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সাউদাম্পটনের পঞ্চম দিনে দুরন্ত বোলিং করে রস টেলর, বিজে ওয়াটলিং, কলিন দ্য গ্র্যান্ডহোম সহ কাইল জেমিসনকে আউট করেছিলেন। এরপরেই নিজের টুইটারে শামি জানালেন সাউদাম্পটন তার কাছে কতটা পয়মন্ত।

সাউদাম্পটন তাঁর কাছে খুবই লাকি। যখনই এই মাঠে বল করতে নামেন, তখনই পারফরমেন্স ভাল হয় মহম্মদ শামির। এই সাউদাম্পটনে প্রচুর ইতিহাস রয়েছে তাঁর। বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন এই মাঠেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও দুরন্ত পারফরমেন্স করেছেন। সাউদাম্পটনের পঞ্চম দিনের ম্যাচের পরে নিজের টুইটারে মাঠ নিয়ে নিজের স্মৃতিকে সকলের সঙ্গে ভাগ করে নিলেন মহম্মদ শামি।  

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ভারতের হয়ে দুরন্ত বোলিং করেছিলেন মহম্মদ শামি। ২৬ ওভার বল করে ৭৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সাউদাম্পটনের পঞ্চম দিনে দুরন্ত বোলিং করে রস টেলর, বিজে ওয়াটলিং, কলিন দ্য গ্র্যান্ডহোম সহ কাইল জেমিসনকে আউট করেছিলেন। এরপরেই নিজের টুইটারে শামি জানালেন সাউদাম্পটন তার কাছে কতটা পয়মন্ত।|#+|

শামি নিজের টুইটারে লেখেন, ‘লাল বল এবং সাদা বল দুই ক্ষেত্রেই আমার কাছে খুশির বার্তা এনে দিয়েছে সাউদাম্পটন। ২০১৯ বিশ্বকাপে হ্যাটট্রিকটা আমার কাছে খুব প্রিয় কিন্তু পাঁচ দিনের এই ম্যাচে বল করে বেশি করে আনন্দিত লাগছে। বোলিং-এ অনেক এফোর্ট দিয়েছি।’

তবে ২০১৯ এর বিশ্বকাপের পারফরমেন্সের তুলনায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকেই এগিয়ে রেখেছেন তিনি। তবে পাঁচ উইকেট না নেওয়ার কারণে অনেকেই শামির হয়ে হতাশা করেছিলেন। তবে শামি এই বিষয়ে মাথা দিতে চাননা। তিনি মনে করেন দলের ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের প্রয়োজন মতো পারফর্মেন্স করতে পারায় তিনি খুশি। 

শামি জানান, ‘আমায় যখন দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সেটাকে আন্তরিকভাবে পালন করার চেষ্টা করেছি। পরিস্থিতি যাই হোক না কেন, আমি জানি অধিনায়ক আমার থেকে কী চান। এবং তারপরে আমি তাঁর নির্দেশ অনুসরণ করি। আমি বরাবরই একজন আক্রমনাত্মক বোলার, যে সব সময় উইকেট নেওয়ার চেষ্টা করে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন