স্থগিত আইপিএলের ফাঁকে ধারাভাষ্য শুরু করে দেন। তারপরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এবার অবসর নিতে চলেছেন দীনেশ কার্তিক? ক্রমশ বাড়তে থাকে সেই জল্পনা। যদিও সেই জল্পনাকে সপাটে সাউথহ্যাম্পটনের হ্যাম্পশায়ারের বোলের বাইরে ফেলে দিলেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তারকা। জানিয়ে দিলেন, কমপক্ষে দু'বছর পেশাদার ক্রিকেট খেলবেন।
শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্যের সময় কার্তিক জানান, কমপক্ষে দু'বছর খেলা চালিয়ে যাবেন। অর্থাৎ আরও দু'বছর কেকেআরের হয়ে খেলার সুযোগ পাবেন। ২০১৮ সালে তাঁকে মেগা নিলামে ৭.৪ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। তবে আগামী বছর আইপিএলের মেগা নিলাম আছে। সেখানে কেকেআর কার্তিককে রাখবে কিনা, তা অবশ্য পরিষ্কার নয়।
যদিও গত কয়েকটি মরশুমে আইপিএলে তেমন ফর্মে নেই কার্তিক। এবার খুব একটা খারাপ না খেললেও পারফরম্যান্স তেমন আহামরি ছিল। এবারের আইপিএলের সাত ম্যাচে করেছেন ১২৩ রান। গড় ৩০-এর বেশি। গতবারের আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন মাত্র ১৬৯ রান। গড় ছিল ১৪.০৮। তবে একাংশের মতে, কার্তিককে ঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। ফিনিশারের ভূমিকা দারুণ পালন করতে পারেন তিনি। ভারতের জার্সিতে নিদহাস ট্রফির ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই প্রমাণও দিয়েছেন। কিন্তু কার্তিকের সেই দিকটাই ভালোভাবে ব্যবহার করতে পারেনি কেকেআর। সেই দায় অবশ্য কার্তিকের উপরও বর্তায়।
২০১৮ সাল থেকে নাইটদের নেতৃত্বও দিয়েছিলেন কার্তিক। তাঁর আমলে একবারও ফাইনালে উঠতে পারেনি কেকেআর। গতবার আবার শুরুর দিকে খারাপ পারফরম্যান্সের জেরে আইপিএলের মাঝপথেই অধিনায়কত্ব ছেড়ে দেন। ঘরোয়া ক্রিকেটে অবশ্য অধিনায়ক হিসেবে সাফল্যের মুখ দেখেন। চলতি বছর তাঁর নেতৃত্বে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে তামিলনাড়ু। সেইসঙ্গে আবারও ভারতের জার্সিতে খেলার স্বপ্ন দেখে যাচ্ছেন কার্তিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।