মিলখা সিং-এর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারত জুড়ে। শোকাহত ভারতীয় ক্রিকেট দলও। কিংবদন্তি স্প্রিন্টারকে সম্মান জানাতে তারা কালো আর্ম ব্যান্ড পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামলেন।
শুক্রবার রাতে প্রয়াত হয়েছেন ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং। সম্প্রতি করোনা আক্রন্ত হয়েছিলেন মিলখা সিং। তাঁকে মোহালির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে কিছুটা ভাল হওয়ার পরেই পরিবারের অনুরোধে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কোভিড পরবর্তী সমস্যা নিয়ে ফের চণ্ডীগড়ের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করতে হয়। সেখানেই তিনি প্রয়াত হন।
মিলখা সিং-এর পরে তাঁর স্ত্রী নির্মল কাউরও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সঙ্গে তাঁর নিউমোনিয়াও হয়েছিল। তিনি প্রায় তিন সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করার পর রবিবার বিকেলে প্রয়াত হন। সপ্তাহ ঘোরার আগেই না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি স্প্রিন্টারও। তাঁকে সম্মান জানাতে এবং শোক প্রকাশ করতেই শনিবার কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামে টিম কোহলি।
প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বিরাট কোহলিও অবশ্য পরে বলেন, তিনিও টসে জিতলে বোলিং নিতেন। দেখার, বৃষ্টি ভেজা এই ফাইনালের পরিণতি শেষ পর্যন্ত কী হয়!