হাতে পড়ে আছে একটি টেস্ট। সেই টেস্ট জিততে পারলেই হয়ে যাবে কেল্লাফতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত। কিন্তু আগামিকাল থেকে আমদাবাদে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্টে জিততে না পারলে রোহিত শর্মারা চাপে পড়ে যাবেন। অনিশ্চিত হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট। যে টিকিট ইতিমধ্যে ‘কনফার্ম’ করে ফেলেছে অস্ট্রেলিয়া।
আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে ফাইনালের দ্বিতীয় দলে হিসেবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াই চলছে। সেই লড়াইয়ে ভারত কিছুটা এগিয়ে থাকলেও দ্বীপরাষ্ট্রের সামনেও ফাইনালে ওঠার সুযোগ আছে। তবে ভারতের পদস্খলন না হলে শ্রীলঙ্কা ফাইনালে উঠতে পারবে না। সেই পরিস্থিতিতে আমদাবাদ টেস্টে ভারত যদি হেরে যায় এবং ওই টেস্ট ড্র হয়, তাহলে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কিনা, তা দেখে নিন -
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
ভারতের জয়
আমদাবাদ টেস্টে ভারত যদি জিতে যায়, তাহলে টিম ইন্ডিয়ার পিসিটি হবে ৬২.৫ শতাংশ। যা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও ছুঁতে পারবে না শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্র সর্বোচ্চ ৬১.১১ শতাংশ পৌঁছাতে পারবে। অর্থাৎ ভারত আমদবাদ টেস্টে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের উপর নির্ভরশীল হতে হবে না।
আরও পড়ুন: IND vs AUS: আমদাবাদে ২টি পিচ তৈরি রাখছে BCCI? ছবি ভাইরাল হতেই উত্তেজনা চরমে
ভারতের ড্র
ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ড্র হলেই অঙ্কের মারপ্যাঁচ চলে আসবে। কারণ সেক্ষেত্রে ভারতের পিসিটি হবে ৫৮.৭৯ শতাংশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র।
সেক্ষেত্রে ভারতকে প্রার্থনা করতে হবে যাতে কমপক্ষে একটি টেস্টে ড্র করে শ্রীলঙ্কা। সেটা হলেই শ্রীলঙ্কার পিসিটি দাঁড়াবে ৫৫.৫৫ শতাংশ (একটি জয় ও একটি ড্র)। আর আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। গতবার ফাইনালে উঠেও যে খেতাব জিততে পারেনি ভারত, তা জেতার জন্য ঝাঁপাবেন বিরাট কোহলিরা।
ভারতের হার
আমদাবাদে হেরে গেলে ভারতের পিসিটি ঠেকবে ৫৬.৯৪ শতাংশে। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে নিউজিল্যান্ডের সমর্থন করতে হবে ভারতকে। যে দলই গতবার ফাইনালে ভারতকে হারিয়েছিল। যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্টেও ড্র করতে পারেন কিউয়িরা, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে যাবে ভারত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)