বাংলা নিউজ > ময়দান > WTC Final 2023 Possibility: কোন ২ দল WTC ফাইনালে খেলবে? সম্ভাবনা জানাল ICC, ভারতের সুযোগ কতটা?

WTC Final 2023 Possibility: কোন ২ দল WTC ফাইনালে খেলবে? সম্ভাবনা জানাল ICC, ভারতের সুযোগ কতটা?

জয়ের উচ্ছ্বাস কেএস ভরতের। (ছবি সৌজন্যে রয়টার্স)

WTC Final 2023 Possibility: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে খাতায়কলমে অস্ট্রেলিয়া এবং ভারত ফেভারিট। ভারত একটি টেস্ট জিতলেই ফাইনালে উঠে যাবে। কোন দুই দলের মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি, তাও আইসিসির তরফে প্রকাশ করা হল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন কোন দল মুখোমুখি হতে পারে? সেই সংক্রান্ত 'পারমুটেশন ও কম্বিনেশন' জারি করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। কোন দুই দলের মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি, তাও প্রকাশ করা হল। তাতে যথারীতি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আইসিসি।

রবিবার ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পর আইসিসির তরফে জানানো হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আপাতত তিনটি দলের মধ্যে লড়াই চলবে - অস্ট্রেলিয়া, ভারত এবং শ্রীলঙ্কা। তবে খাতায়কলমে যে অস্ট্রেলিয়া এবং ভারত ফেভারিট, তা নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করা হয়নি। যে দুই দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে আছে।

আরও পড়ুন: Axar's light moment with Jadeja - 'আমায় বল না করতে দেওয়ার জন্য এসব করছ?', জাদেজার সামনেই ভয়ঙ্কর অভিযোগ অক্ষরের

যে দুই দলের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে, সেই সম্ভাবনা শতাংশের বিচারে প্রকাশ করেছে আইসিসি। যে ফাইনাল আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে হবে। ওই তালিকা অনুযায়ী, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮৮.৯ শতাংশ। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮.৩ শতাংশ বলে জানানো হয়েছে। আইসিসির তালিকা অনুযায়ী, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ২.৮ শতাংশ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা

দলপয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি)পয়েন্টজয়হারড্র
অস্ট্রেলিয়া৬৬.৬৭ শতাংশ১৩৬১০
ভারত৬৪.০৬ শতাংশ১২৩১০
শ্রীলঙ্কা৫৩.৩৩ শতাংশ৬৪

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কোন কোন টেস্ট বাকি আছে?

  • দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রথম টেস্ট): সেঞ্চুরিয়ন, ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। 
  • ভারত বনাম অস্ট্রেলিয়া (তৃতীয় টেস্ট): ইন্দোর, ১ মার্চ থেকে ৫ মার্চ। 
  • দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় টেস্ট): জোহানেসবার্গ, ৮ মার্চ থেকে ১২ মার্চ। 
  • নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ((প্রথম টেস্ট): ক্রাইস্টচার্চ, ৯ মার্চ থেকে ১৩ মার্চ।
  • ভারত বনাম অস্ট্রেলিয়া (চতুর্থ টেস্ট): আমদাবাদ, ৯ মার্চ থেকে ১৩ মার্চ। 
  • নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ((দ্বিতীয় টেস্ট): ওয়েলিংটন, ১৭ মার্চ থেকে ২১ মার্চ।

আরও পড়ুন: WTC Points Table - টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে মাত্র ১টি জয় দূরে ভারত, ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা

আপাতত যা পরিস্থিতি, তাতে ভারত একটি টেস্ট জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে চলে যাবে। অন্য কোনও দলের দিকে তাকিয়ে থাকতে হবে না। বাকি একটি জায়গার জন্য অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াই হবে। অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হেরে যায় এবং শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে ফাইনালে চলে যাবে লঙ্কা বাহিনী। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন