বল হাতে এজেস বোলে তিনি আগুন ঝরাচ্ছেন। আর নিজে ঠাণ্ডায় জমে যাচ্ছেন। ফিল্ডিংয়ের সময়ে মহম্মদ শামিকে দেখা গেল, বুকের কাছ থেকে একটি সাদা তোয়ালে জড়িয়ে রাখতে। টানা বৃষ্টির কারণে ঠাণ্ডাটা বেশ ভাল পড়েছে। খোলা মাঠে ঠাণ্ডা আরও বেশি লাগে। ঠাণ্ডার হাত থেকে বাঁচতেই এই তোয়ালে জড়িয়ে রেখেছিলেন শামি।
মহম্মদ শামি ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন। সেই সময়ে তোয়ালে জড়ানো শামিকে ক্যামেরাবন্দি করা হয়। তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তাঁকে দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা। তাঁরা ইতিমধ্যেই সাওয়ারিয়া ছবির রণবীর কপূর বা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির কাজলের সঙ্গে তুলনা শুরু হয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘ও কি এ বার মেরে খোয়াবো মে জো আয়ে গানের সঙ্গে নাচবে।’ কেউ আবার লিখেছেন, ‘শামির নতুন ড্রেস কোড’। এ রকম নানা মজার মিমে ভরে গিয়েছে নেটপাড়া।
পঞ্চম দিনে এখনও পর্যন্ত মহম্মদ শামি ৩ উইকেট তুলে নিয়েছেন। ভাল ছন্দে রয়েছেন তিনি। তবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করলেও, ঠাণ্ডার কাছে একেবারেই কুপোকাত হয়ে পড়েছেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে বৃষ্টি। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে। অথচ বৃষ্টির জেরে বারবার খেলা ভেস্তে যাচ্ছে।
প্রথম দিন তো টসই করা যায়নি। দ্বিতীয় দিন খেলা হলেও দেরী করে শুরু হয়েছিল। তৃতীয় দিনে মোটামুটি ভাবে পুরো খেলাই হয়েছে। তবে শেষের দিকে আলো কমে আসার কারণে খেলা একটু আগে বন্ধ করে দিতে হয়। আর প্রথম দিনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে চতুর্থ দিনেও। বৃষ্টির কারণে এ দিনও একটা বলও খেলা সম্ভব হয়নি। চার দিনে দুই দলের ইনিংস মিলিয়ে ১৪১.১ ওভার খেলা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।