বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১০১। সেই নিউজিল্যান্ডই পঞ্চম দিনে একেবারে গুড়িয়ে গেল। চতুর্থ দিন বৃষ্টির জন্য খেলা হয়নি। পঞ্চম দিন ব্যাট করতে নামলে তারা স্কোরবোর্ডে মাত্র ১৪৮ রান যোগ করে। তার মধ্যেই বাকি ৮ উইকেট পড়ে যায়। মোট ২৪৯ রানে অল আউট হয় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেন মহম্মদ শামি। রস টেলরকে মাত্র ১১ রানে ফেরান। এর পর একে একে হেনরি নিকোলাস, বিজে ওয়াটলিং প্যাভিলিয়নে ফিরতে শুরু করেন। চার উইকেট তুলে নেন মহম্মদ শামি। ইশান্ত শর্মা নেন মোট ৩ উইকেট।
ক্রিকেট বিশেষজ্ঞরা তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে ভেবেছিলেন, বড় রানের ইনিংস গড়বে নিউজিল্যান্ড। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে সে রকম কিছুই হয়নি। বোলারদের সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সঞ্জয় বাঙ্গার বলেছেন, ‘আগের চেয়ে আজকে (মঙ্গলবার) বোলিংয়ে অনেক পার্থক্য রয়েছে। বিশেষ করে লেন্থের দিক থেকে। আগের দিন খুবই ছোট লেন্থে বল করেছিল। ৪-৬ মিটারের মধ্যে মাত্র ২২ শতাংশ বল হয়েছিল। তবে এ দিন সেই শতাংশটা বেড়ে ৩৫ হয়েছে।’
এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘যে বলে ওয়াটলিং আউট হয়েছে, সেটা ফুল লেন্থে করা হয়েছিল। রস টেলর, হেনরি নিকোলসকেও সামনের পায়ে খেলতে বাধ্য করেছে। এটাই ভারতের পেসারদের কৌশল ছিল। তারা অবশ্যই আগের রাতে হোম ওয়ার্ক করেই মাঠে নেমেছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।