বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা ভেস্তে যাচ্ছে। তার মধ্যে আবার আইসিসি ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্য ঘোষণা করেছে, এই ফাইনালের বিভিন্ন এক্সক্লুসিভ পণ্য অর্থাৎ ICC WTC Final 2021 লেখা জলের বোতল, টুপি, মাস্ক এইগুলি চাইলে ক্রিকেট প্রেমীরা অন লাইনে কিনতে পারে।
আইসিসি-এর এই পোস্টের পরেই টুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্রিকেট ভক্তরা। সেই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে ট্রোলড হতে হয়েছে। পাঁচ দিনের ম্যাচ দু'দিন বৃষ্টিতেই পুরো ভেস্তে গিয়েছে। কেন আইসিসি এই ধরনের গুরুত্বপূর্ণ ফাইনাল এই সময়ে সাউদাম্পটনে আয়োজন করেছে, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ এই সময়ে ইংল্যান্ডে বর্ষাকাল চলে। গোটা দেশ জুড়েই কম-বেশি বৃষ্টি হতে থাকে। যে ফাইনালে দুই দলের টানটান উত্তেজনা দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা, সেই ফাইনালেই বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়ানোয় আইসিসিস-র উপরে ক্ষোভ উগড়ে দিয়েছে নেটদুনিয়া।
এ ভাবেই আইসিসিস-কে আক্রমণ করে গিয়েছে ক্রিকেট প্রেমীরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে বৃষ্টি। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে। অথচ বৃষ্টির জেরে বারবার খেলা ভেস্তে যাচ্ছে।
প্রথম দিন তো টসই করা যায়নি। দ্বিতীয় দিন খেলা হলেও দেরী করে শুরু হয়েছিল। তৃতীয় দিনে মোটামুটি ভাবে পুরো খেলাই হয়েছে। তবে শেষের দিকে আলো কমে আসার কারণে খেলা একটু আগে বন্ধ করে দিতে হয়। আর প্রথম দিনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে চতুর্থ দিনেও। বৃষ্টির কারণে এ দিনও একটা বলও খেলা সম্ভব হয়নি। চার দিনে দুই দলের ইনিংস মিলিয়ে ১৪১.১ ওভার খেলা হয়েছে। মোদ্দা কথা, বৃষ্টির জন্য ফাইনালটা ভেস্তে যেতে বসেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।