বাংলা নিউজ > ময়দান > WTC Final Ind Vs Aus Key Battles: টেস্টের মহারণে কোন পাঁচ 'লড়াইয়ে' থাকবে নজর, কারা ঘোরাতে পারেন খেলার মোড়?

WTC Final Ind Vs Aus Key Battles: টেস্টের মহারণে কোন পাঁচ 'লড়াইয়ে' থাকবে নজর, কারা ঘোরাতে পারেন খেলার মোড়?

ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রোহিত শর্মার ভারতের সামনে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০০৩ সালের বিশ্বকাপের পর এই প্রথম ফের কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি এই দুই দল। এই মহারণের জয় নির্ধারণ করবে বেশ কিছু লড়াই। দেখে নেওয়া যাক সেই লড়াইগুলি।