বাংলা নিউজ > ময়দান > WTC Final: স্মিথকে কাবু করার পরিকল্পনা কষে দেবে কাউন্টির সতীর্থ পূজারা, আশা গাভাসকরের

WTC Final: স্মিথকে কাবু করার পরিকল্পনা কষে দেবে কাউন্টির সতীর্থ পূজারা, আশা গাভাসকরের

চেতেশ্বর পূজারা ও স্টিভ স্মিথ (ছবি-রয়টার্স)

ভারতের চেতেশ্বর পূজারা এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দুই তারকাই খেলেছেন আবার একসঙ্গে সাসেক্সের হয়ে। আর এ কথা মাথাতে রেখেই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন একসঙ্গে খেলার সুবাদে স্মিথকে নিয়ে WTC ফাইনালে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা রয়েছে পূজারার।

শুভব্রত মুখার্জি: ৭ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। ইংল্যান্ডের ওভালে ৭-১১ জুন খেলা হবে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চূড়ান্ত এই ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ফাইনালে দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হতে চলেছেন ভারতের চেতেশ্বর পূজারা এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এই দুই তারকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি সারতে শেষ কয়েক মাসে কাউন্টি ক্রিকেটে খেলেছেন। দুই তারকাই খেলেছেন আবার একসঙ্গে সাসেক্সের হয়ে। আর এ কথা মাথাতে রেখেই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন একসঙ্গে খেলার সুবাদে স্মিথকে নিয়ে WTC ফাইনালে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা রয়েছে পূজারার।

আরও পড়ুন… হাতে গীতা আর মুখে হাসি, IPL 2023 চ্যাম্পিয়ন হওয়ার পর ভিন্ন মেজাজে মাহি, ভাইরাল ধোনির ছবি

প্রসঙ্গত ভারত প্রথম ডব্লুটিসি ফাইনালেও খেলেছিল। সে বার যদিও তাদের হারতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। ২০২১ সালে সেই ফাইনালে হারের জ্বালা ভারত এবার মেটাতে মুখিয়ে রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন আইসিসি ট্রফি জেতেনি ভারত। ২০১৩ সালে তারা শেষবার জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে ১০ বছরের খরা কাটাতে মরিয়া রোহিত বাহিনী। ডব্লুটিসি ফাইনালে ভারতীয় স্কোয়াডে থাকা বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার যখন ব্যস্ত থেকেছেন আইপিএলে খেলতে, তখন পূজারা ব্যস্ত থেকেছেন কাউন্টি খেলতে। যথেষ্ট ভালো ফর্মে ব্যাটিং করেছেন তিনি। সাসেক্সকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর তাই সুনীল গাভাসকর মনে করছেন ডব্লুটিসি ফাইনালে পূজারার অভিজ্ঞতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন… SL vs AFG: দিব্বি IPL খেললেন, শ্রীলঙ্কা সিরিজের আগে চোট পেয়ে বসে গেলেন রশিদ খান

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে গাভাসকর বলেছেন, ‘পূজারা দীর্ঘদিন ইংল্যান্ডে ক্রিকেট খেলছে। ফলে এখানকার ২২ গজ ওর কাছে খুব পরিচিত। ও জানে কোন উইকেট কেমন খেলতে পারে। ফলে ওভালের উইকেট কেমন খেলবে না খেলবে সেই বিষয়ে ওঁর ধারণা স্পষ্ট। ওভালে হয়তো পূজারা খেলেনি। সাসেক্স লন্ডন থেকে খুব বেশি দূরে নয়। আমি নিশ্চিত সমস্ত বিষয়ের উপর ও নজর রেখেছে। ফলে ওর অভিজ্ঞতা ব্যাটিং ইউনিটের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অধিনায়কত্বের বিষয়ে ওর সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ও কিন্তু দলকেও (সাসেক্স) নেতৃত্ব দিয়েছে। আমি নিশ্চিত ও স্টিভ স্মিথের সঙ্গে একসঙ্গে খেলেছে ফলে স্মিথের বিরুদ্ধে নিশ্চয় আলাদা কিছু পরিকল্পনা রয়েছে তাঁর। কারণ এই মুহূর্তে অস্ট্রেলিয়ান তারকা কিন্তু আবার পূজারার সতীর্থও বটে।’

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কীভাবে পরিষ্কার করবেন ঘরের মেঝে? থিম সংয়ের সঙ্গে থাকছে শর্ট ফিল্মও, যাদবপুর কেন্দ্রের জমজমাট প্রচারে সৃজন কেন্দ্রীয় বাহিনীতে বঙ্গ কোটার ৫০০০ জওয়ানের চাকরি যাবে? শোরগোল বিজ্ঞপ্তির জেরে এবার হোলিকা দহন ভদ্রার অশুভ ছায়ায়, জেনে নিন হোলিকা দহনের সময়কাল আর্থিক সংকট থেকে মুক্তি পেতে হলে হোলিকা দহনের রাতে করুন এই ব্যবস্থা, ঘুচবে অভাব আফগানদের বিরুদ্ধে T20I সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া, কারণ জানলে আপনিও অবাক হবেন আরিয়ানের D'YAVOL X-এর একটা জ্যাকেটের দাম লাখ টাকার মতো! তাও কেন কিনছেন খদ্দেররা 'দলকে কখনও ব্ল্যাকমেল করিনি', লোকসভার আগে দেবের নিশানায় কারা? ‘মমতা নতুন সংবিধান লিখুন’, আদালতের নজরদারিতে ভোট চাওয়ায় TMCকে জবাব সুকান্তর দাদাগিরির মুকুটে নতুন পালক! সৌরভের শো-কে বিশেষ সম্মান ডাকবিভাগের, কী বলুন তো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.