উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে টিম ইন্ডিয়া খেতাব হাতছাড়া করলেও রবিচন্দ্রন অশ্বিন ব্যক্তিগত পারফর্ম্যান্স দিয়ে শীর্ষস্থান দখল করেন। আসলে অশ্বিন টেস্ট চ্যাম্পিয়নশিপের সবথেকে বেশি উইকেট সংগ্রহ করার রেকর্ড গড়েন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল-সহ অশ্বিন টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১৪টি ম্যাচে মাঠে নামেন। উইকেট সংগ্রহ করেন সাকুল্যে ৭১টি। ফাইনালের দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট নিয়ে অশ্বিন পিছনে ফেলে দেন প্যাট কামিন্সকে। অজি পেসার ১৪ ম্যাচে ৭০টি উইকেট নিয়েছেন। এতদিন তিনিই ছিলেন তালিকার এক নম্বরে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। ব্রিটিশ পেসার ১৭টি ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ১১ ম্যাচে ৫৬টি উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।
পাঁচ নম্বরে রয়েছেন ন্যাথন লিয়ঁ। অজি স্পিনারও ১৪ ম্যাচে নিয়েছেন ৫৬টি উইকেট। ভারতীয়দের মধ্যে তালিকার দশ নম্বরে রয়েছেন মহম্মদ শামি। তিনি ১১ ম্যাচে নিয়েছেন ৪০টি উইকেট।
অশ্বিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ২৬টি ইনিংসে সাকুল্যে বল করেছেন ৫৪৯.৪ ওভার। মেডেন নিয়েছেন ১০৫ ওভার। খরচ করেছেন ১৪৪৪ রান। বোলি গড় ২০.৩৩। ইকনমি রেট ২.৬২। সেরা বোলিং ১৪৫ রানে ৭ উইকেট। ইনিংসে ৫ উইেকেট নিয়েছেন ৪ বার।