
WTC Final: দুই ইনিংসেই ব্যর্থ শুভমন গিল, কী পরামর্শ দিলেন সঞ্জয় মঞ্জরেকর
১ মিনিটে পড়ুন . Updated: 23 Jun 2021, 01:28 PM IST- রোহিত শর্মাও খুব ভাল ছন্দে নেই। প্রথম ইনিংসে ৩৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩০ রান করে তিনি আউট হয়ে যান।
প্রথম ইনিংসে ২৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে আবার ৮ রান রান করে আউট হয়ে যান শুভমন গিল। তাঁর পারফরম্যান্স নিয়ে হতাশ ক্রিকেট মহল। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকর সঞ্জয় মঞ্জরেকরের পরামর্শ, সামনে পায়ের ব্যবহার নিয়ে গিলকে আরও অনুশীলন করতে হবে।
সঞ্জয় মঞ্জরেকর একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘শুভমন গিলকে ওর ফুটওয়ার্ক নিয়ে আরও বেশি খাটতে হবে। ওখানেই ওর সমস্যা হচ্ছে। বিশেষত সামনের পায়ের ব্যবহার নিয়ে আরও অনুশীলন করতে হবে। কিছু বল ও সুন্দর ভাবে ছেড়ে দিচ্ছে, কিন্তু যে বলগুলো টার্ন নিচ্ছে, সেগুলি নিয়ে ও সমস্যায় পড়ছে। এর জন্যই ও কিন্তু এই টেস্টে বারবার আউট হয়েছে। বল আউট সুইং হলেই ওর সামনের পায়ের ব্যবহার নিয়ে চিন্তা থেকেই যাবে।’
শুভমন গিল কিন্তু আইপিএল থেকে নিজের ছন্দে নেই। এই টেস্টে তাঁর পারফরম্যান্স দেখার পর তাঁকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এ দিকে আরও এক ওপেনার রোহিত শর্মাও খুব ভাল ছন্দে নেই। প্রথম ইনিংসে ৩৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩০ রান করে তিনি আউট হয়ে যান। পঞ্চম দিনের শেষে দ্বিতীয় ইনিংসেও ভারত ৬২ রানে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে। টিম সাউদির বলে দু'টোই এলবিডব্লু হয়েছে।