বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর পরাজিত অধিনায়ক বিরাট কোহলির আলিঙ্গনে বিজয়ী ক্যাপ্টেন কেন উইলিয়ামসন, এই একটা ছবিই নাড়িয়ে দিয়েছিল গোটা ক্রিকেটবিশ্বকে। ম্যাচে হার-জিতের যাবতীয় উচ্ছ্বাস ও হতাশা ঝেড়ে ফেলে ক্রিকেটপ্রেমীরা সমবেতভাবে কুর্নিশ জানিয়েছিলেন এমন ‘স্পিরিট অফ দ্য ক্রিকেট’ মুহূর্তকে।
স্বাভাবিকভাবেই কোহলি ও উইলিয়ামসনের এমন মন ছুঁয়ে যাওয়া মুহূর্তের ছবি নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেশ কাটার আগেই কেন উইলিয়ামসন এমন বিশেষ মুহূর্তটি নিয়ে মুখ খুললেন। India Today-র সাক্ষাত্কারে কিউয়ি দলনায়ক এপ্রসঙ্গে কোহলির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন।
উইলিয়ামসন বলেন, ‘বিরাট ও আমি একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি এবং আমরা বন্ধু। খেলাধুলোর একটা সবথেকে ভালো দিক হল, সারা বিশ্বের মানুষের সান্নিধ্যে আসা যায় এবং তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। এটা একটা ভিন্ন অভিজ্ঞতা যে, হয় আপনারা একসঙ্গে মাঠে নামবেন, না-হয় একে অপরের বিরুদ্ধে। প্রায়শই আপনারা একই রকম পরিস্থিতিতে থাকেন এবং উদ্দেশ্যও হয় একই।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষে বিরাট কোহলি উইলিয়ামসন-সহ নিউজিল্যান্ড দলকে অভিনন্দন জানাতে ভোলেননি। তিনি বলেন, ‘শুরুতেই কেন ও গোটা নিউজিল্যান্ড দলকে অনেক অভিনন্দন। ওরা ধারাবাহিকতা দেখিয়েছে এবং কার্যত তিনদিনে ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে করে নিয়েছে। নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করে আমাদের চাপে ফেলেছে। জয়টা ওদের প্রাপ্য ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।