বাংলা নিউজ > ময়দান > WTC Final: টস জিতলে কি করা উচিত, অতীত হাতড়ে বিরাটের জন্য পরামর্শ সৌরভের

WTC Final: টস জিতলে কি করা উচিত, অতীত হাতড়ে বিরাটের জন্য পরামর্শ সৌরভের

সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি (ছবি: গুগল)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টস, বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত না নিউজিল্যান্ড কে এগিয়ে কে পিছিয়ে এই বিষয়ে অনেকেই নিজের মত জানিয়েচেন। কারোর ভোট নিউজিল্যান্ডের দিকে গেছে, কেউ আবার ভারতের জন্য গলা ফাটিয়েছেন। তবে এবার মুখ খুললেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই-এর সভাপতির মতে যে কেউ এই লড়াই জিততে পারে। এই পর্যায়ের ম্যাচে দুই দলই যে ফেবারিট তা বিশ্বাস করেন বাইশ গজের দাদা। 

তবে এই ফাইনালে যে টস একটা বড় ভূমিকা পালন করবে তা মানেন মহারাজ। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিতে চান, যে ভারত সব বড় ম্যাচ জিতেছে প্রথম ব্যাট করে। প্রথম ব্যাট করে বড় রান করে নিউজিল্যান্ডকে চাপে রাখতে চাইছেন মহারাজ। তাই সৌরভের মতে টস জিতে বিরাট ব্যাট নিক এবং কিউয়িদের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য তৈরি করুক। সৌরভ গঙ্গোপাধ্যায় ২০২১ সালের অস্ট্রেলিয়া সফরের কথা মনে করিয়েদিয়েছেন। 

সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘যদি আমরা আমাদের রেকর্ড বইটা দেখি তাহলে বিদেশের পারফরমেন্স বিচার করলে দেখতে পাব, প্রথম ব্যাট করে আমরা সব সময় জিতেছি। এটা তোমার পছন্দের উপর নির্ভর করে, তুমি কি চাপের মুখে পড়তে চাও, নাকি চতুর্থ ইনিংসের জন্য অপেক্ষা করতে চাও।’

তিনি আরও জানান যদি ২০০২ সাল হোক কিমবা ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর, সব ক্ষেত্রেই আমরা বোলিং সহায়ক পরিস্থিতিতে প্রথম ব্যাট করে প্রথমের দিকের চাপটা সামলে নিয়েছিলাম, বোর্ডে রান করে ম্যাচ জিতেছিলাম। সৌরভ গঙ্গোপাধ্যায় মার্ক টেলর ও স্টিভ ওয়ার উদাহরণ টেনে বলেন ওরাও বোলিং সহায়ক উইকেটে প্রায় প্রথমে ব্যাট করত। মহারাজ জানান শুভমন গিল ও রোহিত শর্মাকে বড় ভূমিকা পালন করতে হবে। নিউজিল্যান্ডের প্রথমের দিকের আক্রমণকে সামাল দিতে বলেছেন দুই তারকা ব্যাটসম্যানকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.