ফের একটা ফাইনাল। ফের টস জিতলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। গুরুত্বপূর্ণ ম্যাচে ফের মুখোমুখি বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। আবার টস জিতলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। হ্যা সব ক্ষেত্রেই টসের ভাগ্যে এগিয়ে কেন উইলিয়ামসন। সেটা আবারও প্রমাণ হল শনিবারের সাউদাম্পটনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামলেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। এই ম্যাচেও টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বিশেষজ্ঞরা বলছিলেন যে টস জিতবে তার দল অনেকটাই এগিয়ে থেকে ম্যাচে শুরু করবে।
গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ম্যাচে সাউদাম্পটনেও টস জিতলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে বিশেষজ্ঞদের মত অনুযায়ী একটু এগিয়ে থেকেই শুরু করলেন তিনি। সাউদাম্পটনের উইকেটে পছন্দ মতো ফিল্ডিং-এর সিদ্ধান্তও নিলেন তিনি।
তবে এবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে টস জিতলেও সব ম্যাচ জিততে পারেননি কেন উইলিয়ামসন। কারণ ২০০৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বিরাটের মুখোমুখি হয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচেও টসে জিতেছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচেও ব্যাটিং নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে হারতে হয়েছিল তাঁর দলকে।
২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেও টসে জিতেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস। সেই ম্যাচে টসে জিতে ব্যাট নিয়েছিলেন তিনি। ম্যাচ সুপার ওভারে গড়ায় ও সেই রূদ্ধশ্বাস ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। সেবারেও হারতে হয়েছিল কিউয়ি অধিনায়ককে।
তবে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বিরাটের বিরুদ্ধে টসে জিতেছিল কেন উইলিয়ামসন। সেবারে অবশ্য টস জেতার পাশাপাশি ম্যাচও জিতেছিল নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে সেবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিউয়িরা।
কেন উইলিয়ামসন যতবার গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন তার বেশির ভাগ ম্যাচেই হারের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। অন্যদিকে বিরাট টস হেরেও ম্যাচ জিতেছেন। এখন দেখার সেই ছবিটা সাউদাম্পটনে বদলায় কিনা। কারণ সিনিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে বিশ্ব ফাইনাল জেতার স্বাদ দুজনের কারোরই নেই। দুজনেই বিশ্ব ফাইনাল জিততে চাইবেন দু’জনেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।